জুমা পড়তে দেয়া হয়নি, দাবি বিএনপি প্রার্থীর
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত পোশাকধারী এবং সাদা পোশাকের পুলিশ বাড়িটি ঘিরে রাখে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
তিনি জানান, বাড়িটি ঘিরে রাখার মধ্যেই দুপুর ১টা থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত বাসার ভেতরে বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় পুলিশ।
ইরফান ইবনে আমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমানের ছেলে।
ধানের শীষের এই প্রার্থী অভিযোগ করেন, ‘পুলিশ আমাদের বাড়ি ঘিরে রাখে। শুক্রবার জুমার নামাজে পর্যন্ত যেতে দেইনি।’
তিনি আরও বলেন, ‘পুলিশ আমার গাড়িচালক বাদশাসহ চারজনকে ধরে নিয়ে গেছে।’
উল্লেখ্য, সাভার উপজেলার আমিনবাজার, তেঁতুলঝোড়া ও ভাকুর্তা ইউনিয়ন, কেরানীগঞ্জ উপজেলার কিছু অংশ, ঢাকা মেট্রোপলিটনের কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানার সুন্দরগঞ্জ ইউনিয়ন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-২ আসন।
এই আসনে নবম ও দশম সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এবারও তিনিই নৌকার প্রার্থী হয়েছেন।