জেরীন ইসলাম নেইবারহুড কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত…।।।

703

নিউজবিডিইউএস ডেস্ক: প্রথমবার সিটি নেইবারহুড কাউন্সিলর নির্বাচিত হয়েই বাংলাদেশী বংশোদ্ভূত জেরীন ইসলাম
উইলশায়ার সেন্টার কোরিয়াটাউন নেইবারহুড কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

গত ১১ই জুলাই সোমবার  অপরাহ্নে লস এঞ্জেলেসের পিওপিকো পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত WCKNC’র বোর্ড মিটিং             এ অনুষ্ঠিত হয় এই নির্বাচন।

প্রথমবার নির্বাচিত হয়েই জেরীন ইসলাম তার নেইবারহুড কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হলেন। একই সাথে বাংলাদেশী আমেরিকান মো: শহীদুল ইসলাম’ও একই নেইবারহুড কাউন্সিলের সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। জেরীন ইসলাম পদাধিকার বলে ফাইনান্স ও কন্সটিটিউট কমিটিরও চেয়ারপার্সন থাকবেন। এর আগে গত ১৩ই জুন এক অনাড়ম্বর অনুষ্ঠানে নির্বাচিত তিন বাংলাদেশী আমেরিকান সিটি নেইবারহুড কাউন্সিলর(বোর্ড মেম্বার) হিসাবে শপথ গ্রহন করেন।

b970c9d8-799a-4088-bba0-bc3a3091981c c4fab33c-6037-4081-86ae-3fadbd0ceab7

গত ৫ই মে লস এঞ্জেলেসের ‘উইলশায়ার সেন্টার  কোরিয়াটাউন নেইবারহুড কাউন্সিল’ থেকে তিন বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান তিনটি সাব-ডিস্ট্রিক্ট-এ প্রথমবারের মত রেসিডেন্ট রিপ্রেজেন্টট্যাটিভ  নির্বাচিত হন।

নির্বাচিত এই নেইবারহুড কাউন্সিলরগণ হলেন,
সাব-ডিস্ট্রিক্ট-২ থেকে বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট মো: শহীদুল ইসলাম,
সাব-ডিস্ট্রিক্ট-৩ থেকে কমিউনিটি এডভোকেট ও সি.পি.এ জেরীন ইসলাম, এবং
সাব-ডিস্ট্রিক্ট-৫ থেকে সাংবাদিক ও মানবাধিকার সংগঠক আহমেদ ফয়সাল।

একই সময়ে লস এঞ্জেলেস সিটির ‘ইষ্ট হলিউড নেইবারহুড কাউন্সিল’ থেকে ইশরাক আলী নামে আরো এক বাংলাদেশী আমেরিকান নেইবারহুড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
জেরীন ইসলাম পেশাগত জীবনে একজন রিয়েলটর, ট্যাক্স, ইমিগ্রেশন ও কমিউনিটি এডভোকেট। তিনি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি অব নর্থরিজ (C.SUN) থেকে মার্কেটিং এবং ইকোনমিকস’এ ব্যাচেলর করেছেন। তিনি শৈশব থেকেই আমেরিকাতে বসবাস করে আসছেন।  তিনি উদীয়মান কমিউনিটি ব্যক্তিত্ব সিটি পুলিশ পারমিট রিভিউ প্যানেল কমিশনার মারুফ ইসলামের সহধর্মিণী। তার জন্মস্থান বাংলাদেশের সিলেটের বিয়ানীবাজারে।

প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব  মোহাম্মদ শহীদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে কৃতিত্বের সাথে স্নাতক (সম্মান) ডিগ্রী শেষ করে ১৯৮৩ পা রাখেন যুক্তরাষ্ট্রে।
সেই থেকে গত ৩৩ বছর ধরে তিনি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেসে বসবাস করে আসছেন। তিনি বিভিন্ন সোশ্যাল ও চ্যারিটি অর্গানাইজেশনের সাথে জড়িত এবং কমিউনিটির যেকোন ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।
তার দেশের বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলায়।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.