জেরুজালেম ইস্যুতে মিসরের প্রস্তাব

691
অনলাইন ডেস্ক:জেরুজালেমের সংকটের ব্যাপারে কোনো একটি দেশের একক সিদ্ধান্ত বা ঘোষণা আইনগত বৈধতা পাবে না, এমন একটি প্রস্তাব উঠতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দেয়ার প্রতিবাদে জাতিসংঘে এই প্রস্তাব তুলতে যাচ্ছে মিসর। তবে যুক্তরাষ্ট্র সেখানে ভেটো দেবে বলে ধারণা করা হচ্ছে।UN
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সমর্থনে অন্যান্য দেশ যেন জেরুজালেমে দূতাবাস স্থানান্তর না করে, সে বিষয়টিও থাকবে প্রস্তাবে।
কূটনীতিকরা মনে করছেন, নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য এর সমর্থন করলেও বিরোধিতা আসতে পারে ওয়াশিংটন থেকে। তারা ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত ৬ ডিসেম্বর তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত জানিয়ে শহরটিকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ট্রাম্প। তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান বিশ্ব নেতারা।
এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হতে পারে, এমন শঙ্কা প্রকাশ করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ট্রাম্পের এ সিদ্ধান্তের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে পথে নেমে আসেন ফিলিস্তিনের মানুষ। সেইসঙ্গে মুসলিম বিশ্বসহ অন্যান্য দেশেও ট্রাম্পে ঘোষণার প্রতিবাদের বিক্ষোভ হয়। গাজা উপত্যকা ও ফিলিস্তিনের পশ্চিম তীর, বেথেলহেম ও রামাল্লায় ফিলিস্তিনিদের বিক্ষোভের ওপর হামলা চালায় ইসরাইলি নিরাপত্তারক্ষী বাহিনী। এতে এ পর্যন্ত কয়েকজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন কয়েকশ।
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের জেরুজালেম সফরের সময়ও বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনিরা।
খবরে বলা হয়েছে, প্রস্তাবে সবগুলো দেশকে আহ্বান জানানো হবে যাতে তারা ১৯৮০ সালে নিরাপত্তা পরিষদের ৪৭৮ নং সিদ্ধান্ত অনুযায়ী জেরুজালেমে দূতাবাস স্থানান্তর থেকে বিরত থাকে। প্রস্তাবে সবগুলো দেশের কাছে দাবি করা যাতে তারা পবিত্র জেরুজালেম নগরী বিষয়ে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত মেনে চলে এবং সেই সিদ্ধান্ত পরিপন্থী যেকোনো পদক্ষেপ ও তৎপরতা মেনে না নেয়। অবশ্য প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্র বা এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে কিছু বলা হয়নি, অথচ ৬ ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরই এ সংকট তৈরি হয়েছে।
মিসর গতকাল শনিবার এক পৃষ্ঠাবিশিষ্ট প্রস্তাবনাটি পরিষদের ১৫ সদস্যের মধ্যে বিতরণ করে। কূটনীতিকরা বলছেন, সোম বা মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হতে পারে। প্রস্তাবটি পাশ হতে নয় সদস্যের সমর্থন লাগবে এবং কোনো সদস্য ভেটো না দিতে হবে।

 

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.