জেলই তাদের ঠিকানা হওয়া উচিত: জয়

634

অনলাইন ডেস্ক:বিএনপি নেতাদের ঠিকানা জেলেই হওয়া উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।5390b38f2fcd3.image
জয় বলেন, আমার সাথে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস (ডিওজে) থেকে প্রথম যোগাযোগ করা হয় এই মামলার ভিক্টিম হিসেবে রিজভি আহমেদ সিজার ও তার দুর্নীতিবাজ বন্ধু এফবিআই সদস্যের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য এবং আমি সাক্ষ্য দেই। সিজার ডিওজে কর্মকর্তাদের কাছে আমাকে অপহরণ ও হত্যার পরিকল্পনার কথা স্বীকার করে। মাহমুদুর রহমান ও শফিক রেহমানের প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথাও বলে। ডিওজের তথ্য প্রমাণের সূত্র ধরেই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের তদন্ত চালায়।
এ থেকে আবারও প্রমাণ হয় বিএনপি শুধুই একটি অপরাধী ও সন্ত্রাসীদের দল। হত্যার রাজনীতিতেই তাদের বিশ্বাস। ২০০১ সালে ক্ষমতায় এসেই তারা হামলা চালায় সংখ্যালঘুদের উপর। ক্ষমতায় থাকাকালীন তারা আমাদের সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টার, সাবেক মন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া সহ অসংখ্য নেতাকর্মীদের হত্যা করে। তারা আমার মা’কে ২০০৪ সালে গ্রেনেড হামলার মাধ্যমে হত্যার চেষ্টা করে। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তাদের অগ্নিসন্ত্রাসের আগুনে পুড়ে মারা যান শত শত নিরীহ জনসাধারণ ও আহত হন আরও হাজার হাজার মানুষ। আর আমাকেও যুক্তরাষ্ট্রে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করা হয়।
এই ঘটনাগুলো অন্য যেকোনো দেশে ঘটলে এতদিনে অবশ্যই সন্ত্রাসী সংগঠন হিসেবে তারা নিষিদ্ধ হতেন। জেলই তাদের সবার ঠিকানা হওয়া উচিৎ।
(পরিবর্তন নিউজ)

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.