জেলের ভয় দেখিয়ে লাভ নেই : কাদের সিদ্দিকী

494

জেলের ভয় দেখিয়ে লাভ নেই, প্রচারণা চালিয়ে ৩০ তারিখ বিজয়ী হয়েই ঘরে ফিরবেন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

bty
bty

শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ অভিমুখে ঐক্যফ্রন্টের দ্বিতীয় পথসভায় গাজীপুর-৩ আসনের প্রার্থী ইকবাল সিদ্দিকীর প্রচারণায় মাওনা চৌরাস্তায় একটি পথসভায় এ মন্তব্য করেন বঙ্গবীর।

কাদের সিদ্দিকী বলেন, ‘জেল ও থাকার জায়গা বাড়ীও থাকার জায়গা, তাই নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের জেলের ভয় দেখিয়ে লাভ নেই। সরকার যতই গণগ্রেপ্তার করুক আমাদের নির্বাচন থেকে দুরে সরিয়ে দেয়া যাবে না। আমরা প্রচারণা চালিয়েই যাব। ৩০ তারিখ বিজয়ী হয়েই ঘরে ফিরব।’

বঙ্গবীর বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সন্তান আমাদের এবারের লড়াই শেখ হাসিনার সাথে, তাকে পরাজিত করার লড়াই। গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই। জাতীয় ঐক্যফ্রন্ট কোনো স্বাধীনতা বিরোধীদের সাথে ঐক্য করে নাই।’

আওয়ামীলীগই স্বাধীনতা বিরোধীদের হাতে নৌকা তুলে দিয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন,‘জনসমর্থন হারিয়ে এখন পুলিশ দিয়ে বিরোধীদের দমনের পথে হাঁটছে সরকার। তাই পুলিশের প্রতি আহ্বান জানাই, আমরা আপনাদেরই ভাই, কারও অন্যায় আদেশ মেনে নিজেকে কলঙ্কিত করবেন না। এই দেশটা সবারই, এখানে সবাই আমরা মিলেমিশেই থাকব।’

শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন, গাজীপুর ৩ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ইকবাল সিদ্দিকী, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.