জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু সালমাদের
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে শুক্রবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর। যেখানে খেলবে বাংলাদেশও। আসর শুরুর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে জয় তুলে নিয়েছে সালমা খাতুনের দল। আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
জাহানারা-রুমানাদের বোলিংয়ে শুরুতেই ভেঙে যায় আইরিশ ব্যাটিং লাইনের মেরুদন্ড। ২৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে দেশটি। ৪১ রানে হারায় ৬ উইকেট। সেখান থেকে কিম গার্থের ৩৫ রানে কিছুটা মান বাঁচানো স্কোর করে আইরিশ মেয়েরা।
লেগ স্পিনার রুমানা আহমেদ সবচেয়ে বেশি ভুগিয়েছে আইরিশ মেয়েদের। ৩ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। ২ উইকেট নেন জাহানারা আলম। ১ উইকেট পেয়েছেন খাদিজা তুল কুবরা।
৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৩৭ রান যোগ করে ফেলে বাংলাদেশ। ওপেনার সামিমা সুলতানার চেয়ে আয়েশা রহমান ছিলেন বেশি মারমুখি। তবে মাত্র ১ রানের ব্যবধানে এই দুজন বিদায় নেন। শামিমা ৯ রান করেন। আয়েশা করেন ২৫ রান।
এক রানের ব্যবধানে শুধু দুই ওপেনার নয়, ১ উকেটে ৩৮ থেকে ৪ উইকেটে ৩৮ হয়ে গিয়েছিল বাংলাদেশের স্কোর। অর্থাৎ ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশের মেয়েরা। ব্যাটিংয়ের পর কিম গার্থ বোলিংয়ে এই কাণ্ড করেন। দলীয় সপ্তম ওভারে তুলে নেন ৩ উইকেট।
তবে ফারজানা হক ও সানজিদা ইসলাম মিলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ২২ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন ফারজানা হক। ২০ রানে অপরাজিত ছিলেন সানজিদা ইসলাম।
মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১০ নভেম্বর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসরের প্রথম ম্যাচ টাইগ্রেসদের।
সংক্ষিপ্ত স্কোর:
টস: বাংলাদেশ।
আয়ারল্যান্ড: ৮৪/৭ (২০ ওভার) (গার্থ ৩৫, লুইস ১৫, কাভানাউ ১০, রিচার্ডসন ১০*; জাহানারা ২/১১, রুমানা ৩/১০, কুবরা ১/১৩)।
বাংলাদেশ: ৮৬/৪ (১৪.৪ ওভার) (শামিমা ৯, আয়েশা ২৫, ফারজানা ২১*, নিগার ০, রুমানা ০, সানজিদা ২০*; গার্থ ৩/৪)।
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।