টিউলিপ আসছেন বাংলাদেশ সফরে

1,129

Tulip-2

 

বাংলাদেশ সফরে আসছেন ব্রিটেনের লেবার পার্টি এমপি, বঙ্গবন্ধুর নাতনি, শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকী। আগামী ২২ ডিসেম্বর, মঙ্গলবার এক সপ্তাহের সংক্ষিপ্ত সফরে তিনি দেশে আসবেন। ব্রিটেন থেকে দেশে ফেরার পথে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করবেন টিউলিপ। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২২ ডিসেম্বর টিউলিপ সিদ্দিকী লন্ডন থেকে বাংলাদেশে আসবেন। ঢাকায় ফেরার পথে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময় যাত্রা বিরতি করবেন। তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতার দেখা করার কথা রয়েছে। এক সপ্তাহ দেশে কাটিয়ে আগামী ২৯ ডিসেম্বর তিনি আবার যুক্তরাজ্যে ফিরবেন বলে জানা গেছে।

 

নিউজবিডিইউএস ডেস্ক

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.