টেক্সাসে স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ১০
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে আবারো বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার টেক্সাস অঙ্গরাজ্যের সান্তা ফে হাই স্কুলে গুলিতে ১০ জন নিহত হয়েছে। হিউস্টন থেকে ৪০ মাইল দূরত্বে অবস্থিত উক্ত স্কুলে কর্মকর্তারা জানিয়েছেন এ ঘটনায় আহত এক পুলিশ কর্মকর্তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে লিখেছেন, টেক্সাসে স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্য খুব ভাল নয়। সৃষ্টিকর্তা সবার সহায় হোন।