টেক্সাসে স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ১০

539

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে  আবারো বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার টেক্সাস অঙ্গরাজ্যের সান্তা ফে  হাই স্কুলে গুলিতে ১০ জন নিহত হয়েছে। হিউস্টন থেকে ৪০ মাইল দূরত্বে অবস্থিত উক্ত স্কুলে কর্মকর্তারা জানিয়েছেন এ ঘটনায় আহত এক পুলিশ কর্মকর্তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

Santa Fe High School student Dakota Shrader is comforted by her mother Susan Davidson following a shooting at the school on Friday, May 18, 2018, in Santa Fe, Texas. Shrader said her friend was shot in the incident. (Stuart Villanueva/The Galveston County Daily News via AP)
তবে আর কত সংখ্যক লোক হামলায় আহত হয়েছেন তা জানা যায়নি।জানা যায়  ক্লাস শুরুর আগে এক বন্দুকধারী এই গুলি চালান। হামলাকারী ওই স্কুলের শিক্ষার্থী কি না পুলিশ তা নিশ্চিত করে বলতে পারেনি। এ হামলার পেছনে কি কারণ থাকতে পারে সেই তথ্য নিয়ে ধোয়াশা রয়েছে।স্থানীয় সময় সকাল ৮টার দিকে তারা আগুন লাগার সংকেত পায় বলে শিক্ষার্থীরা জানিয়েছে। তবে সেই অগ্নিকাণ্ড সংকেত কিভাবে চালু হয়েছিল তা জানা যায়নি।
Harris County Sheriff Office tweet: ???We are assisting @SantaFeISD with a multiple-casualty incident at Santa Fe High School. This is no longer an active shooting situation and the injured are being treated. #hounews??? GUIDANCE: ???multiple casualty incident??? can mean INJURIES or DEATHS???do not take this tweet as confirmation of fatalities.
এক প্রত্যক্ষদর্শী জানান, তার ক্লাসেই গুলির ঘটনাটি ঘটেছে। তিনি দেখতে পেয়েছেন বন্দুকধারী এক মেয়েকে গুলিবিদ্ধ করেছে। লোকটি স্ট্যান্ডগান নিয়ে গুলি করতে করতে সামনের দিকে আসছিল। ওই মেয়েটির পায়ে গুলি লেগেছিল। তবে পালিয়ে যাওয়ার কারণে বন্দুকধারীকে তিনি চিনতে পারেননি।ঘটনার পর নিরাপত্তা বাহিনী সেই এলাকায় গিয়েছে। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটসহ বিভিন্ন বাহিনী উদ্ধার তৎপরতায় রয়েছে। আহতদের পার্শ্ববর্তী হাসপাতাল সমূহে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে লিখেছেন, টেক্সাসে স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্য খুব ভাল নয়। সৃষ্টিকর্তা সবার সহায় হোন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.