টেলরের শাস্তি চাইবে পাকিস্তান!
পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অভিযোগ করার। গতকালই ম্যাচ শেষে টেলরের ওই ইঙ্গিত সম্পর্কে সরফরাজ বলেন, ‘রস টেলরের অঙ্গভঙ্গি ভুল ছিল। এটা তার কাজ নয়। তিনি টেলিভিশনের ক্যামেরার সামনেই যেভাবে অ্যাকশনটা দেখালেন, সেটা খুবই অপমানজনক। হাফিজের জন্য হানিকর। আমি মনে করি, এটা তার কাজ নয়। তার কাজ ব্যাটিং করা। ব্যাটিংয়ের প্রতি মনোযোগ দেওয়াই তার উচিত ছিল।’