ডাকসু নির্বাচনে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০, আবাসিক হলে ভোটগ্রহণ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘ ২৮ বছর পর আগামী ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। খবর: ইউএনবি
অনার্সে ভর্তি পরীক্ষা দিয়ে যারা বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত হয়েছেন এবং বর্তমানে যারা অনার্স, মাস্টার্স বা এমফিল শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত আছেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রহমত বলেন, ‘সিন্ডিকেট সভায় আবাসিক হলে ভোটকেন্দ্র স্থাপনের সিদ্ধান্তও নেয়া হয়েছে।’
তিনি জানান, সান্ধ্যকালীন কোর্স এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবে না।
এদিকে সিন্ডিকেট কমন রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক ও আন্তর্জাতিক সম্পাদকের পদসহ কিছু পদে সংশোধনী এনেছে।
সিন্ডিকেটের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করছি দ্রুতই নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে।’
তবে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাবি শাখা সভাপতি ফয়েজ উল্লাহ আবাসিক হলে ভোটগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা আশা করি দ্রুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে একাডেমিক ভবনে ভোটকেন্দ্র স্থাপনের ব্যবস্থা করবে। আবাসিক হলে ভোটগ্রহণ করা হলে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন তা নিয়ন্ত্রণ করবে।’