ডাব পাড়তে যাওয়ায় কাল হলো রাবি শিক্ষার্থী জারজিসের
রাবি প্রতিনিধিঃ
দীর্ঘ নয় দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) আইসিউতে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী জারজিস হোসাইন। তিনি সমাজকর্ম বিভাগের মাস্টর্সের শিক্ষার্থী ও শহীদ সোহ্রাওয়ার্দী হলের (৪৮২) আবাসিক ছাত্র ছিলেন।
তার অকাল মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। জারজিসের গ্রামের বাড়ি রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলায়।বাদ জোহর রাবি কেন্দ্রীয় মসজিদে নামাযে জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। সেখানে বাদ আসর তার দাফন সম্পন্ন হয়।
প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে শহীদ হবিবুর রহমান হলের সামনে নারিকেল গাছ থেকে পড়ে মাথা ও বুকে প্রচন্ড আঘাত লেগে গুরুত্বর আহত হন তিনি। বন্ধুদের সহযোগিতায় ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে । তাকে বাঁচাতে বিভাগের শিক্ষার্থীরা বিভিন্নভাবে অর্থ আদায় করে সহযোগীতা করে আসছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে শোক সাগরে ভাসিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে।