আমেরিকার ভার্জিনিয়ায় ডেটা গ্রুপের নতুন ক্লাস উদ্বোধন
আইটি শিক্ষার স্বনামধন্য প্রতিষ্ঠান ডেটা গ্রুপের নতুন ক্লাস উদ্বোধন করা হয়েছে।
গত ৬ ডিসেম্বর রবিবার ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়া প্রধান ক্যাম্পাসে নতুন এ ক্লাসের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আইটি বিজ্ঞানী মো: জাকির হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মো: খোরশেদ আলম, তালহা রহমান, ফিরোজ হোসেন, মো: জামান ও রাজিয়া সুলতানা বক্তব্য রাখেন।
সমগ্র আমেরিকায় বাংলাদেশী সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মাঝে সাড়া জাগানো এ প্রতিষ্ঠানে আইটি বিষয়ে কোর্স শেষ করার পর অনেকেই আমেরিকার নামি-দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডেটা গ্রুপের সিইও জাকির হোসেন জানান, যুক্তরাষ্ট্রে আইটি সেক্টরের জন্য বিপুল সংখ্যক দক্ষ কর্মির চাহিদা রয়েছে। এ বিষয়টি মাথায় রেখে ২০০৮ সালে এ প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়।প্রতিষ্ঠার পর এ প্রতিষ্ঠান থেকে দুই হাজার দুইশ’রও বেশি শিক্ষার্থী কোর্স শেষ করে ভালো বেতনে চাকরির সুযোগ পেয়েছেন। যাদের বেতন বাংলাদেশী মুদ্রায় বছরে কোটি টাকা। তিনি আরো জানান, পাঁচ মাস মেয়াদে ডেটা গ্রুপ মূলত ডাটাবেজ এডমিনিষ্ট্রেশন কোর্সে ডেটাবেজের ভূমিকাসহ এসকিউএল ডেটাবেজ সফটওয়্যার দিয়ে কিভাবে ডেটাবেজ তৈরী করতে হয় এবং সেটা ওয়েবসাইট তৈরীতে কিভাবে ব্যবহৃত হচ্ছে, তা শিখানো হয়। এছাড়াও আছে ওরাকল, এসকিউএল সার্ভার, এমএস একসেস্, শেয়ার পয়েন্ট ইত্যাদি।