ডেপুটি প্রধানমন্ত্রী চান এরশাদ

375

দীর্ঘদিন পর কোনো পুরুষ বিরোধীদলীয় নেতা হওয়ায় গর্বিত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রংপুর-৩ আসন থেকে নির্বাচিত এই নেতা রোববার দুপুরে এমপি হিসেবে শপথ নিয়েছেন।

ershad_h_1

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন এরশাদ হুইলচেয়ারে করে গিয়ে শপথ নেন।

শপথের পর তিনি সংসদের বিরোধীদলীয় নেতাকে ডেপুটি প্রধানমন্ত্রীর পদমর্যাদা দেয়ার দাবি করেন।

তিনি বলেন, ‘এজন্য সংসদে গিয়ে আমি আইন করার প্রস্তাব দেব। স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সঙ্গেও কথা বলব।’

 সংসদ ভবনের তৃতীয়তলায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ আরও বলেন, ‘বিরোধীদলীয় নেতা হিসেবে শপথ নিতে পেরে আমি গর্বিত। সংসদের ডেপুটি-স্পিকার যাতে বিরোধী দল থেকে নেয়া হয়, সে দাবি জানাব।’

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘বিরোধীদলীয় চিফ হুইপকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা এবং সংসদীয় কমিটির সভাপতি পদে বেশি করে বিরোধী দল থেকে নেয়ার দাবি জানাব।’

তিনি আরও বলেন, ‘আমরা সংসদে শক্তিশালী বিরোধী দল হতে চাই। সংসদীয় কার্যপ্রণালী মেনে আমরা কাজ করব। কথায় কথায় ওয়াকআউট করব না।’

কথা বলার সময় এরশাদের হাতে ক্যানলা দেখা গেছে। শপথ শেষে তিনি হুইলচেয়ারে করেই সংসদ ভবন ছাড়েন। তার আবার সিএমএইচেই যাওয়ার কথা রয়েছে।

সংসদ ভবনে এরশাদের পাশে থাকা জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘দীর্ঘ ২৭ বছর পর বিরোধীদলীয় নেতা হিসেবে আমরা একজন পুরুষকে পেলাম।’

শপথ অনুষ্ঠানে জাতীয় পার্টি থেকে বিজয়ী কাজী ফিরোজ রশীদ, মো. রুস্তম আলী ফরাজী, পীর ফজলুর রহমান ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.