ডেমোক্র্যাটদের জয়ে ঝুঁকিতে ট্রাম্প

482
নিউজডেস্ক:নির্বচনের মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে সিনেট পদে জয়লাভ করেছেন ডেমোক্র্যাট পার্টি সমর্থিত প্রার্থী ডগ জোন্স। দীর্ঘ ২৫ বছর পর অ্যালাবামায় বিজয়ের মুখ দেখল ডেমোক্র্যাট পার্টি।
বিবিসির খবরে বলা হয়, ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে ৪৯ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন ডগ জোনস। রিপাবলিকান পার্টি সমর্থিত প্রতিপক্ষ রয় মুর পেয়েছেন ৪৮ দশমিক ৪ শতাংশ ভোট।alab

গণনা শেষ হওয়ার আগে সমর্থকদের মুর বলেন, ভোট গণনা পুরোপুরি শেষ হলে দুই প্রতিদ্বন্দ্বীর প্রাপ্ত ভোটের ফারাক আরো কমে আসবে। তাহলে নিয়মানুযায়ী ভোট পুনর্গণনা হবে।

অ্যালাবামার সেক্রেটারি অব স্টেট জানান, ভোটের পার্থক্য যদি দশমিক ৫ শতাংশের কম হয়, সে ক্ষেত্রে ভোট পুনর্গণনার বিষয়টি বিবেচনা করে দেখা হবে।

তবে সর্বশেষ গণনায় ফারাক দশমিক ৫ শতাংশের বেশি থাকায় পুনর্গণনার প্রয়োজন পড়বে না।

এদিকে মুরের পরাজয়ের পেছনে নির্বাচনী প্রচারের সময় বিভিন্ন বিতর্কিত বিষয় জনসমক্ষে আসাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। প্রচারকালে মুরের বিরুদ্ধে কিশোরীদের ওপর যৌন হয়রানির অভিযোগ আনা হয়। এ ছাড়া সমকামিতার বিপক্ষে কথা বলায় সমালোচনার মুখে পড়েন তিনি। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মুসলিমরা অযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে অ্যালাবামা থেকে সিনেট প্রার্থী হারানোয় ট্রাম্পের জন্য বেশ ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর মাধ্যমে মার্কিন সিনেটে একজন সমর্থক হারালেন ট্রাম্প। এতে যেকোনো প্রস্তাব পাসে প্রেসিডেন্টকে আরো বিরোধিতার মুখোমুখি হতে হবে। বর্তমানে যুক্তরাষ্ট্র ডেমোক্র্যাট সমর্থিত সিনেট সদস্য ৪৯ এবং রিপাবলিকান সমর্থিত সিনেট সদস্য ৫১ জন। ২০১৮ সালে মধ্যবর্তী নির্বাচনে দুই দলের সিনেট সদস্যের ব্যবধান আরো কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে ডুগের এই বিজয়ে অভিনন্দন জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘ডুগ জোন্সকে এই বিজয়ে অভিনন্দন।’

ট্রাম্প আরো বলেন, ‘বিজয় বিজয়ই। অ্যালাবামার জনগণ খুবই ভালো এবং খুব অল্প সময়ের মধ্যেই এই আসনে রিপাবলিকানরা ঘুরে দাঁড়াবে। এটাই শেষ নয়!’

 

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.