ঢাকার নিজ বাসায় ইডেনের সাবেক অধ্যক্ষ খুন
ঢাকার ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘সুকন্যা টাওয়ারে থাকতেন মাহফুজা চৌধুরী। সেখানেই খুন হয়েছেন তিনি। বাসার দুই গৃহকর্মীকে পাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে আমরা তাদেরই খুনি হিসেবে সন্দেহ করছি।’
মারুফ আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’