ঢাকায় অসুস্থ হয়ে পড়েছেন ভার্জিনিয়া আ’লীগের সভাপতি
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল পারভেজ ঢাকায় অবস্থানকালীন সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। গত ২৯ জানুয়ারি ঢাকার কচুক্ষেত বাজারে শপিং করার সময় হঠাৎ হার্ট ফেল করেন প্রবাসী এই নেতা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন, তবে তার বর্তমানে শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।
রফিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার দুপুর ১ টার দিকে কচুক্ষেত বাজারে শপিং করার সময় হঠাৎ আমার হার্ট ফেল করে ও অজ্ঞান হয়ে পড়ি। এসময় আমার স্ত্রী সঙ্গে ছিল। সে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাইটেক হাসপাতালে জরুরীভাবে নিয়ে যায়। সেখানে আমার স্ত্রীর মেজ-ভাই মেজর জেনারেল ফসিউর রহমান বাংলাদেশ সামরিক চিকিৎসা মহাপরিদপ্তরের মহাপরিচালক এর তত্বাবধানে অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা: শেখ রুহুল আমিন, কার্ডিওলজিস্ট কর্নেল ওয়ালিউর রহমান ও কর্নেল ডা: মো: মনিরুজ্জামানের আইসিইউ-তে চিকিৎসা করেন। তাদের প্রানান্ত চিকিৎসা সেবায় আল্লাহর রহমতে এখন সুস্হ আছি।
তিনি শারীরিক সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রর্থনা করেন এবং যারা তার চিকিৎসা কাজে সাহায্য করেছেন সকলকে তার ও পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
জানা যায়, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। তিনি নির্বাচনের আগে দেশে ফিরে দলের প্রার্থীদের বিজয়ী করতে প্রচারকার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন প্রবাসী আওয়ামিলীগ এর সিনিয়র নেতাদের মধ্যে অন্যতম।