ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের নিরঙ্কুশ জয়
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। নীল প্যানেলের কয়েক বছরের বিজয়ের ধারাবাহিকতার ব্যত্যয় ঘটিয়ে ভরাডুবি হয়েছে। নির্বাচনে সাদা প্যানেল মোট ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদেই জয়লাভ করেছে। অপরদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেল তিনটি সম্পাদকীয় পদসহ মাত্র ৬টি পদে জয়ী হয়েছে।
গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী এই নির্বাচনের পর শুক্রবার ভোট গণনা শেষে শনিবার ভোর ৬টায় আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার মো. শাহ আলম খান ফলাফল ঘোষণা করেন। ফলাফলে সাদা প্যানেলে সভাপতি অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক নীল প্যানেলের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলমকে পরাজিত করেন। অন্যদিকে সাদা প্যানেলের সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আয়ুবুর রহমান নীল প্যানেলের আজিজুল ইসলাম খানকে (বাচ্চু) পরাজিত করেছেন। সাদা প্যানেলের সম্পাদকীয় পদে বিজয়ী ৭ প্রার্থী হলেন সহসভাপতি পদে আবু বারেক ফরহাদ, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে আবদুস সালাম খান, সহসাধারণ সম্পাদক পদে মো. শাহাদাত হোসেন ভূঁইয়া, লাইব্রেরি সম্পাদক পদে আলী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক পদে লাকী আক্তার ফ্লোরা, দপ্তর সম্পাদক পদে আবদুল হাই মামুন এবং খেলাধুলা সম্পাদক পদে মো. বাহারুল আলম বাহার। নীল প্যানেলে সম্পাদকীয় পদে বিজয়ীরা হলেন সিনিয়র সহসভাপতি পদে অ্যাডভোকেট আফরোজা বেগম শেলী, ট্রেজারার পদে আবু বক্কর সিদ্দিকী এবং সমাজকল্যাণ সম্পাদক পদে শাফিকুল ইসলাম। সাদা প্যানেলের সদস্য পদের বিজয়ীরা হলেন অ্যাডভোকেট আমিনুল আহসান মাসুম, ইমারত হোসেন বাচ্চু, হাজেরা বেগম আজরা, মোহাম্মাদ আবু সাঈদ সিদ্দিক টিপু, নাসিম জাহান রুবি, নুর জাহান আক্তার পারভীন, মরিয়ম বেগম তুলি, সাহিদা পারভীন নদী, মো. বিল্লাল হোসেন লিজন, নুরুল ইসলাম তালুকদার, তাইবুর রহমান তুহিন ও মোহাম্মাদ নুর হোসেইন। নীল প্যানেলের বিজয়ী সদস্যরা হলেন আজমেরি আহমেদ চৈতি, মো. আবদুল মোমেন খান (মামুন) ও মো. রোকনুজ্জামান সুজা। মোট ১৫ হাজার ৫০ জন আইনজীবী ভোটারের মধ্যে ৮ হাজার ১৩৪ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন। গতবারের তুলনায় এবার আইনজীবীর সংখ্যা বাড়লেও ভোটার সংখ্যা গতবারের চেয়ে ৩২২ জন কম। সমিতির চাঁদা নিয়মিত পরিশোধ না করায় প্রায় সাত শ জনকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৪-১৫ কার্যবর্ষের নির্বাচনে সাদা প্যানেল ২৫টি পদের মধ্যে ৬টি সদস্য পদে এবং ২০১৫-১৬ কার্যবর্ষের নির্বাচনে সিনিয়র সহসভাপতিসহ ৫টি জয়ী হয়।