ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যলুমনাই ফোরাম ইঙ্ক-এর বিশেষ সভা অনুষ্ঠিত…

585

এ্যন্থনী পিউস গমেজ, ভার্জিনিয়াঃ গত ৫ই আগষ্ট, ২০১৬  মেরীল্যান্ডের নর্থ পটোম্যাক-এ  ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যলুমনাই ফোরাম ইঙ্ক-এর  সভাপতি,  জনাব মিজানুর রহমানের বাসভবনে অনুষ্ঠিত হয়ে গেল ডুয়াফি’র (ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যলুমনাই ফোরামইঙ্ক -এর ) বাৎসরিক পুনর্মিলনী অনুষ্ঠানের প্রাকপ্রস্তুতি সভা। সন্ধ্যা (৮) আট টায় ডুয়াফি’র সদস্য-সদস্যাদের উপস্থিতিতে জনাব মিজানুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকলের সক্রিয় অংশগ্রহনে যেসব বিষয়ের উপর  বিস্তারিত আলোচনা হয়, তাহলঃ ডুয়াফি’র সাধারন নির্বাচন,  বাৎসরিক পুনর্মিলনী অনুষ্ঠান, বাৎসরিক পত্রিকা প্রকাশনা, তহবিল গঠন এবং আসন্ন ফোবানা সম্মেলনে ডুয়াফি’র অনুষ্ঠান পর্বের পরিকল্পনা।

14030678_1072871696083114_945170155_n

 

ডুয়াফি’র কার্যকরী পরিষদের পক্ষ থেকে জানান হয় যে, ডুয়াফি’র আসন্ন সাধারন নির্বাচন পরিচালনার জন্য যাদের নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়েছে, তারা হলেনঃ

আনিস আহমেদ (প্রধান নির্বাচন কমিশনার)।
আরিফুর রহমান,  এবং
মাসুদ হাসান পিন্টু।

বিস্তারিত আলোচনা সাপেক্ষে সর্বসম্মতিক্রমে আগামী ৩রা ডিসেম্বর,২০১৬ ডুয়াফি’র বাৎসরিক পুনর্মিলনী অনুষ্ঠান করারও সিদ্ধান্ত গ্রহন করা হয়। পুনর্মিলনী অনুষ্ঠানের স্থান এবং বিস্তারিত বিবরন যথাসময়ে সকলকে অবহিত করা হবে বলে জানান হয়। এছাড়াও সদস্যদের মাঝখান থেকে পুনর্মিলনী অনুষ্ঠান  একদিনের পরিবর্তে দুই দিনব্যাপি করারও প্রস্তাবনা করা হয় এবং বেশীর ভাগ সদস্য এই প্রস্তাবনার প্রতি তাদের সমর্থন প্রদর্শন করেন। এবিষয়ে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করা হবে বলে জানান হয়।

ডুয়াফি’র বাৎরিক পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষ্যে প্রকাশিতব্য বিশেষ সংকলন প্রকাশনার জন্য সাত সদস্য বিশিষ্ট একটি সম্পাদক মন্ডলী গঠন করা হয়। সম্পাদক মন্ডলীর সদস্যগন হলেনঃ
সম্পাদকঃ
জনাব আনিস আহমেদ।
জনাব সৈয়দ আশরাফ আহমেদ।
সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দঃ
এ্যন্থনী পিউস গমেজ।
শফি দেলোয়ার কাজল।
ফকির সেলিম।
আব্দুল কাইয়ুম খান এবং
আনোয়ারুল আমিন।

সম্পাদক মন্ডলীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে যথাসময় পত্রিকা প্রকাশনার কাজ এগিয়ে নিয়ে অনুরোধ জানান হয়।
অতঃপর ডুয়াফি’র বাৎসরিক কার্যক্রম পরিচালনার জন্য তহবিল গঠনের উপর গুরুত্ব আরোপ করে  বিস্তারিত আলোচনা করা হয়। ডুয়াফি’র তহবিল গঠন অত্যন্ত জরুরী একটি বিষয় বলে সবাই মত প্রকাশ করেন এবং সকল সদস্যদের মাঝ থেকে অনুদান সংগ্রহসহ যেভাবে সম্ভব, তহবিল গঠন করার উপর গুরুত্ব আরোপ করা হয় এবং অতি শীঘ্র তা করা হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়। আগামীতে এবিষয়ে সক্রিয় পদক্ষেপ গ্রহন করার সিদ্ধান্ত নেয়া হয়।

14017633_1072871692749781_616089277_n

সবার অবগতির জন্য জানান হয় যে, সেপ্টেম্বর ২,৩,৪- ২০১৬ তারিখে অনুষ্ঠিতব্য আসন্ন ফোবানা সম্মেলনে ডুয়াফি’র অংশগ্রহনে একটি সুন্দর অনুষ্ঠান পরিকল্পনা রয়েছে। এতে ওয়াশিংটনের বাইরে থেকে যেসব ঢাকা বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটরা আসবেন, তাদের সাথে একটি যোগসূত্র গড়ে তোলার উপর আলোকপাত করা হয়। এবিষয়ে সম্ভাব্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান হয়।  ডুয়াফি’র এই আয়োজনে ফোবানা অনুষ্ঠানে অংশগ্রহনসহ যে কোন বিষয়ে যোগাযোগের জন্য নিম্নোক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানান হয়েছেঃ
Rehana Quddus Shikha – (571-201-5565).
Shafi Delwar Kajol: – (703-300-0870).

এছাড়া ডুয়াফি সংক্রান্ত যে কোন বিষয়ে যে কোন যোগাযোগের জন্য নিম্নোক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানান হয়েছেঃ

Mizanur Rahman – (240-750-4906),
Sabrina Rahman –  (703-403-1999),
Raihan Elahi – (202-344-6620),
Mitu Gonsalves – (301-256-8432),
Satarupa Barua – (202-352-7898)

সব শেষে ডুয়াফি’র দুই সদস্য- মিঃএ্যন্থনী পিউস গমেজ এবং জনাব মৃদুল রহমানের সম্পাদনায় সদ্য প্রকাশিত ওয়াশিংটন ভিত্তিক একমাত্র সাহিত্য পত্রিকা, “স্বদেশ শৈলী”র উপর সংক্ষিপ্ত আলোকপাত করা হয়। প্রধান সম্পাদক, মিঃ এ্যন্থনী পিউস গমেজ “স্বদেশ শৈলী”র প্রকাশনার উদ্দেশ্য উল্লেখ করে সাহিত্য চর্চার জন্য সবাইকে অনুপ্রানিত করার লক্ষ্যে সবাইকে “স্বদেশ শৈলী”তে লেখা পাঠানোর জন্য অনুরোধ জানান। এবিষয়ে “স্বদেশ শৈলী”র উপদেষ্টা, জনাব আনিস আহমেদ “স্বদেশ শৈলী”র গুনগত মান উল্লেখ করে সবাইকে লেখা পাঠানোর এবং এর পৃষ্ঠপোষকতা করে এই সুন্দর পদক্ষেপে সাহায্য-সহযোগিতা করার অনুরোধ জানান।

যারা এই সভায় অংশগ্রহন করে সভার বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্তগ্রহনে সহযোগিতা করেছেন, তারা হলেনঃ
মাজহারুল হক, সৈয়দ আশরাফ আহমেদ, আনিস আহমেদ, আরিফুর রহমান, মঈন চৌধুরী, জাহানারা আলী, নাজমা রাজ্জাক, মাসুদ হাসান পিন্টু, পার্ল হাসান, জলি আহমেদ, দীনা আহমেদ, মেরিনা রহমান, নাহিদ হাসান, সোয়াইব চৌধুরী, জাহিদ মন্ডল, লায়লা মন্ডল, মিঃ আলী, এ্যন্থনী পিউস গমেজ, মৃদুল রহমান, কামরুল মজুমদার, কামরুল হাসান, মিতুল হাসান, আহসান কবির, মিসেস কবির, ইসরাৎ সুলতানা, খন্দকার নোমান, তনিকা নোমান, নাজমুল আহসান রনি, সাদিয়া খান জেনি, আনোয়ারুল আমিন, তানিয়া সুলতানা, মুশফিক মেহেদি, পপি মুশফিক, রুহুল আমিন, হিরা আমিন, সাব্রিনা রহমান, আরিফুর রহমান স্বপন, মিতু গনসালভেস, আনিস আহমেদ, শিরিন চৌধুরী, মিঃ সেলিম, জাকিয়া কবির, শাজাহান কবির, শফি দেলোয়ার কাজল এবং রুনি কাজল।

অতঃপর নৈশভোজের পর সভার সমাপ্তি টানা হয়।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.