ঢাকা-১৪ খালেকের ছেলেই ধানের শীষের প্রার্থী
ঢাকা-১৪ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে সৈয়দ আবু বকর সিদ্দিকীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। রোববার দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি তাকে দেয়া হয়।
আবু বকর সিদ্দিকী বিএনপির সাবেক এমপি শিল্পপতি এসএ খালেকের ছেলে।
এই আসনের বর্তমান এমপি আসলামুল হক। তিনি গতবার আওয়ামী লীগ থেকে বিজয়ী হয়েছিলেন। এবারও তিনিই এখানে দলীয় মনোনয়ন পেয়েছেন।