ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন এরশাদ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ঢাকা-১৭ আসনে নির্বাচনের জন্য মনোনয়ণপত্র সংগ্রহ করেছেন।
এসময় ফয়সল চিশতী সাংবাদিকদের বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে এরশাদ প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন।
এ জন্য ঢাকা-১৭ আসন থেকে একাদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হবার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জাপা চেয়ারম্যান এরশাদের রংপুর-৩ সদর আসন থেকে নির্বাচন করার কথা জানা গেছে।
এদিকে ২০ নভেম্বর সকাল থেকে গুলশান-১ এর ইমানুয়েলস কনভেনশন মিলনায়তনে পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করবেন হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির মনোনয়ন বোর্ড।
এরশাদের মনোনয়নপত্র সংগ্রহের সময় জাতীয় পার্টি বনানী থানা সভাপতি মোস্তাফিজুর রহমান নাঈম, ভাসানটেক থানা সভাপতি মো. মনিরুজ্জামান, ক্যান্টনমেন্ট থানা সভাপতি ইব্রাহিম খান প্রমুখ উপস্থিত ছিলেন।