তাজউদ্দীন আহমদের নামে রাবির সিনেট ভবনের নামকরণ

413

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দেশ বরেণ্য ব্যক্তিদের নামে অ্যাকাডেমিক ভবন, দুই প্রশাসনিক ভবন, সিনেট ভবন ও বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের নামকরণ করেছে কর্তৃপক্ষ। এছাড়াও কয়েকটি অ্যাকাডেমিক ভবনের নামের বানানগত ভুল থাকায় সেগুলো সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব তথ্য তুলে ধরেন।

1545231074-5456অধ্যাপক জাকারিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এক ও দুই এর নাম যথাক্রমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম ও শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী প্রশাসনিক ভবন এবং সিনেট ভবনের নাম শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন নামকরণ করা হয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিজ্ঞান ভবনের নামকরণ হয়েছে যথাক্রমে সত্যেন্দ্রনাথ বসু, মুহম্মদ কুদরাত-এ-খুদা, স্যার জগদীশ চন্দ্র বসু ও ড. এম এ ওয়াজেদ আলী মিয়া অ্যাকাডেমিক ভবন এবং চারুকলা অনুষদ ভবনের নাম শিল্পাচার্য জয়নুল আবেদীন অ্যাকাডেমিক ভবন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের নামে হয়েছে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের নাম।
এদিকে সংশোধনের তালিকায় রয়েছে, ড. মো. শহীদুল্লাহ, ড. মমতাজ উদ্দিন আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুর ও সৈয়দ ঈসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবন নামকরণ হয়েছে।
জাকারিয়া আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন, চারুকলা ও প্রশাসনিক ভবনগুলোর কোন নামকরণ ছিল না। আমি দায়িত্ব গ্রহণের পর উপাচার্য স্যার একটি কমিটি করে দিয়েছিলেন। সেই কমিটির দায়িত্বে থেকে নামকরণগুলো করা হয়েছে। সম্প্রতি সিন্ডিকেট মিটিংয়ে নামকরণগুলো পাস হয়েছে। কিছু ভবনের নাম ভুল থাকায় সেগুলো সংশোধনেরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া ক্যাম্পাসে বিদেশিদের পদচারণা বেড়ে যাওয়ায় বাংলা নামের পাশাপাশি ভবনগুলোর ইংরেজি নাম সংযুক্ত করা হচ্ছে। খুবই দ্রæত ভবনগুলোতে নতুন নাম সংযুক্ত করা হবে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.