‘তাবলিগে কত তাল গাছ আছে, দেখছি আমরা’

454

টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা হতেই হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেছেন, আমরা পরশু (বুধবার) উভয়পক্ষকে একত্রে আনবো। তারা সবাই মিলে একসঙ্গে করবেন এটা সরকারের পক্ষ থেকে দাবি থাকবে।

Iztema-2সোমবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাবলিগের নিজামুদ্দিনপন্থীদের এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তবে ওনারা যদি একমত হতে ব্যর্থ হন তাহলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আজকের বৈঠকে তারা বিভিন্ন কথা বললেন। কতগুলো তালগাছ আছে তা আমরা নির্বাচন করার চেষ্টা করছি। কোনো তালগাছ থাকবে না, সেভাবেই আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি।

শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আমাদের উদ্দেশ্য হলো যেকোনো মূল্যে বাংলাদেশে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে হবে। টঙ্গীর ইজতেমা সারাবিশ্বে অত্যন্ত গ্রহণযোগ্য। বাংলাদেশে যেসব গুণ আছে, তার মধ্যে একটি মহৎ গুণ বিশ্ব ইজতেমা।

ধর্ম প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর কথা হলো কে কি করল না করল সেটি আমাদের বিষয় নয়, টঙ্গীতে এতোদিন ইজতেমা হয়ে আসছে। ইজতেমা হচ্ছে না বা স্থগিত হয়েছে, এ ধরনের কথা কাউকে বলতে দেবো না। গত বছরও ভাগাভাগি হচ্ছিল, আমরা একত্রিত করতে পেরেছি। এবারও আমরা সেই প্রক্রিয়া চালু রেখেছি।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সারা দেশের মানুষ বিশ্ব ইজতেমার জন্য অপেক্ষা করে থাকেন। নির্বাচনের জন্য আমরা ইজতেমার সময় ‘রিপ্লেস’ করেছিলাম। তবলিগ জামাত দুটি ধারায় বিভক্ত আছে সেটাও সবাই জানেন। আমরা শেষ চেষ্টা করছি তাদের একত্রিত করে সুন্দরভাবে ইজতেমা বাংলাদেশে যেন চালু থাকে এবং আগামীতেও একত্রিতভাবে করতে পারি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আগামী পরশুদিন সকাল সাড়ে ১০টায় আবার বসবো। এক পক্ষের লোক আজ আসেনি, তারা সময় চেয়েছে। তারা বলছে, তারা সময়মতো নোটিশ পায়নি তাই তারা আসতে পারছে না।

কারও ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা তাদের মতো সিদ্ধান্ত নেবে। তারা একসঙ্গে করবেন, না কিভাবে করবেন, কবে করবেন সে সিদ্ধান্ত তারাই নেবেন। আমরা সেই অপেক্ষায় রয়েছি। তারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা বাস্তবায়ন করব।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.