তাহীমের মৃত্যুতে লস এঞ্জেলসে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া…!!!

605

শোক সংবাদ,শোক সংবাদ,শোক সংবাদ।

পাঁচতলা থেকে পরে তাহীমের মৃত্যু……!!!

নিউজবিডি উইএসডেস্কঃ  লস এঞ্জেলসের লিটন বাংলাদেশ এরিয়ার প্রবাসী বাংলাদেশী, সকলের পরিচিত মুখ আমাদের প্রিয় আকরাম ভাইয়ের সারে চার বছর বয়সী পুত্র ইরফানুল হক তাহীমের আকস্মিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

আজ সন্ধ্যার কিছু পরে ৯:১৫pm হোবার্ট বুলভার্ডের বহুতল এপার্টমেন্টের ৫ তলায় অবস্থিত বাসার উইন্ডো থেকে পরে গিয়ে মারাত্মক আহত হয়।

13874818_155247904901286_88472230_n

পুলিশ ও ফায়ার সার্ভিস এম্বুলেন্সযোগে দ্রুত লস এঞ্জেলেস চিলড্রেন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। চার বছর পুর্বে লস এঞ্জেলেস শিশু হাসপাতালে তাহীমের জন্ম। দুই ভাই বোনের মাঝে তাহীম ছিলো ছোট। তাহীমের বাবা আকরামুল হক প্রায় দেড় যুগ ধরে লস এঞ্জেলেস প্রবাসী। তার দেশের বাড়ি নোয়াখালী ও চট্টগ্রামের মিরেরসরাই।

মহান আল্লাহ যেন নিষ্পাপ শিশু তাহীম ও আকরাম ভাইর শোক সন্তপ্ত পরিবারের শোক সইবার শক্তি প্রদান করেন, আমীন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.