তুলে নেওয়া হল শাটডাউন 

432

নিউজবিডিইউএসঃরাজনৈতিক চাপের মুখে সাময়িকভাবে শাটডাউন তুলে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩৫ দিন ধরে শাটডাউন চলার পর শুক্রবার এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর জন্য একটি অস্থায়ী বাজেট বরাদ্দ করা হয়েছে। এদিন সেনেট ও হাউস একটি বিল পাস করেছে যাতে শাটডাউন উঠে যায়। সেই বিলে স্বাক্ষর করেছেন ট্রাম্প।imrs.jpeg ট্যুইট করে ট্রাম্প লেখেন, যে লকআধিক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন তাঁদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকার কেন্দ্রীয় সরকারের তিন চতুর্থাংশ কার্যক্রম পরিচালনার অর্থ বরাদ্দ করা আছে। বাকি এক চতুর্থাংশের বাজেট ফুরিয়ে যাওয়ায় অচলাবস্থা ঠেকাতে গত ২১ ডিসেম্বর নতুন অস্থায়ী বাজেট বরাদ্দ ছিল অপরিহার্য। তবে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বরাদ্দ প্রশ্নে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে সমঝোতা না হওয়ায় সৃষ্টি হয় ‘অচলাবস্থা’। বরাদ্দ কম পড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র সরকারের ১৫টি কেন্দ্রীয় দফতরের মধ্যে ৯টিতে তখন থেকে আংশিক শাটডাউন শুরু হয়। এর ফলে লক্ষাধিক সরকারি কর্মচারি বেতন ছাড়া কাজ বা বাধ্যতামূলক ছুটিতে ডেতে বাধ্য হয়। কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণে ট্রাম্পের প্রস্তাবিত ৫৭০ কোটি মার্কিন ডলার অনুমোদনে সম্মত না হওয়ায় সরকারি সংস্থায় বরাদ্দের বিলে স্বাক্ষর করতে অস্বীকার করেন রিপাবলিক্যান প্রেসিডেন্ট ট্রাম্প। এই অচলাবস্তার ৩৫তম দিনে হোয়াইট হাউসের গোলাপ বাগানে ট্রাম্প বলেন, চুক্তি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি কার্যক্রমে অর্থায়ন নিশ্চিত হয়েছে। সীমান্তে দেয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ নিশ্চিত করতে এর আগে জরুরি অবস্থা জারির হুমকি দিলেও শুক্রবার সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি ট্রাম্প। তিনি জানান, এখনকার জন্য তিনি কোনও ‘শক্ত বিকল্প’ বেছে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিবিসি লিখেছে, বিকল্প হিসেবে সেনাবাহিনীর বরাদ্দ সরিয়ে নেওয়ার বিকল্প সামনে রয়েছে ট্রাম্পের। তবে এ ধরনের পদক্ষেপ সাংবিধানিক জটিলতা বা আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.