তুষারঝড়ে রক্ষা পেলেন সাংবাদিক মনজিলুর রহমান
আটলান্টা প্রতিনিধি :অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন আমাদের ‘ শনিবারের চিঠি বা weeklysaturday .com ‘ সম্পাদক সিকদার মনজিলুর রহমান । গতকাল বুধবার বিকেল ৩টার দিকে তুষারঝড়ের মধ্য দিয়ে স্থানীয় সুগারহীল এলাকায় শহরের বিউফোর্ড হাইওয়ে ধরে তার কর্মস্থলে যাচ্ছিলেন । কর্মস্থলের ঠিক ১শ’ত গজ দূরত্বে লেইনিয়র হাইস্কুলের কাছাকাছি পৌঁছিলে তার সামনে চলা একটি গাড়ি হঠাৎ তার গতি ধামিয়ে দেয় । ধীর গতির গাড়িটিকে সামাল দিয়ে সেও তার গাড়ির গতি থামিয়ে দেয় । পুনরায়
গাড়ির ষ্টিয়ারিংএ চাপ দিলে তুষার আবৃত পিচ্ছিল রাস্তা থেকে গাড়িটি রাস্তার খাদ দিয়ে হাওয়ার বেগে ছুটতে থাকে । এক সময় গাড়িটি থেমে যায় এবং তিনি নিশ্চিত বড় রকমের দূর্ঘটনা থেকে বেঁচে যান।
দূর্ঘটনার পরে গাড়িটি ঘটনাস্থলে রেখেই কর্মস্থলে চলে যান এবং কিছুক্ষণ পরে ফিরে এসে অস্কার নামক এক বন্ধু ও জনৈক আরব দেশীয় পথচারীর সহযোগীতায় গাড়িটি রাস্তার খাদ থেকে তুলতে সক্ষম হন ।
দুর্ঘটনায় সাংবাদিক রহমান আহত হননি বলে জানিয়েছেন তবে গাড়ির সামনের দিকের কিছু অংশ দুমড়েমুচড়ে গিয়েছে বলে জানান