তোমার দুই নয়নে কি জাদু আছে এই বুকেতে শুধুই স্বপ্ন আঁকে।

671
“সাদা পরী”
মিজানুর ভূঁইয়া
শুভ্রবসনা, শুভ্রকেশী, শুভ্র তোমার দুটি আঁখি
কি জাদু জানো তুমি
হৃদয়য়ে মোর বাজালে এমন মধুর বাঁশি।
নীল পাহাড়ে আঁচল বিছিয়ে
বসে তুমি; যেন চাঁদের আলোক প্রভা।
পরীর দেশে পরীর বেশে
প্রেমদেবী বসে স্বয়ং: যায় কি তাহা ভাবা !
নীল পাহাড়ের বুকে ছুঁইয়ে আছে
তোমার পরশমাখা ছায়া।
ঠিক দেখতে যেন নীল আকাশে
হেলান দিয়ে সাদা মেঘের আভা।
মুখে তোমার হাসির প্লাবন
শুভ্র দাঁতের ফাঁকে ঝরছে শ্রাবন।
তোমার দুই নয়নে কি জাদু আছে
এই বুকেতে শুধুই স্বপ্ন আঁকে।
গাইলে তুমি সুর করে গান
হৃদয় উজাড় করে।
ঠিক তখনি এক ঝাঁক সাদা পাখি
মাথার উপর দিয়ে গেলো তোমার উড়ে।
তুমি এলে বলেই বুঝি
প্রকৃতিও আজ এতো বেশি উদার।
ভাবনাগুলো সত্যি হয়ে
হৃদয় জুড়ে ছড়ায় শুধু সাদা নীলের বাহার।
তোমার দেখা মিলবে কি আর
ঐ নীল পাহাড়ের ধারে।
আজও আমার হৃদয় মাঝে
সেই স্মৃতিটুকু মধুর সূরে বাজে।।
********************
ভার্জিনিয়া ইউ এস এ
18 অগাস্ট 2016

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.