‘থ্যাংক ইউ পিএম’ নিয়ে কিছু করার নেই: ইসি সচিব

433

নির্বাচন কমিশন সচিব (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমে ‘থ্যাংক ইউ পিএম’ নামে যে  প্রচারণা চলছে তা নিয়ে ইসির কিছু করার নেই। রাজধানীল আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সোমবার দুপুরে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, যতদূর জানি ‘থ্যাংক ইউ পিএম’ ফিলারটি বিজ্ঞাপন আকারে চলছে। এ ধরনের প্রচারণা যে কেউই চালাতে পারে। রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বিটিভিসহ বেসরকারি টিভিতে বিজ্ঞাপন আকারে প্রচারণা হওয়ায় এটি নিয়ে ইসির কিছু করার নেই।

evm

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে লাগানো আগাম নির্বাচনী সামগ্রী গত রাতের মধ্যেই সরে যাওয়ার কথা। যারা এখনও ইসির এ নির্দেশ মানেন নি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এর অংশ হিসেবে এরই মধ্যে ইসি সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ ইসির নির্দেশনা মেনে এখন দোষীদের বিরুদ্ধে আইন অনুসারে জরিমানা আদায় করবে।

তবে আগাম প্রচারণা চালানোর দায়ে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে না বলে জানান ইসি সচিব।

প্রসঙ্গত, পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.