দশমের এমপি, একাদশে পেলেন ৫০ ভোট

399

দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর এসএম আবুল কালাম আজাদ। সেই নির্বাচিত এমপি এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে নির্বাচন করে পেয়েছেন মাত্র ৫০ ভোট।

mpএই আসনে এবার মোট ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পরাজিত এমপিদের মধ্যে সবচেয়ে কম ভোটের রেকর্ড গড়েছেন তিনি।

নির্বাচন কমিশনের (ইসি) ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

গত সংসদের ফলাফল বিশ্লেষণ করে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচন করে আবুল কালাম পেয়েছিলেন ৪৩ হাজার ৫৮৫ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে তার ভোটের পার্থক্য ছিল ৩৯ হাজার ৫৩৯ ভোট। তখন এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৯০ হাজার ২৭৮। মোট ভোট পড়ে ৫২ হাজার ৪০৪টি। যা মোট ভোটের ১৮ দশমিক শূন্য ৫ শতাংশ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোট ৩ লাখ ১৪ হাজার ৪৮৮টি। মোট ভোট পড়েছে ২ লাখ ৮ হাজার ৬৮৭টি। এর মধ্যে নৌকা প্রতীকে আকবর হোসেন পাঠান (চিত্রনায়ক ফারুক) পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৬১০ ভোট, ধানের শীষ প্রতীকে আন্দালিব রহমান পার্থ পেয়েছেন ৩৮ হাজার ৬৩৯ ভোট, হাত পাখা প্রতীকে মো. আমিনুল হক তালুকদার ২ হাজার ৬৬৫ ভোট।

নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে এই আসন থেকে সরে দাঁড়ানো জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পেয়েছেন ৪৮০ ভোট। এছাড়া গোলাপ ফুল প্রতীকে কাজী মো. রাশিদুল হাসান ৪৬৭, সিংহ প্রতীকে স্বতন্ত্র নাজমুল হুদা ১৬৮, মই প্রতীকে এস.এম.আহসান হাবিব ১১৬, বাঘ প্রতীকে আলী হায়দার ৬৮, দালান প্রতীকে মোহাম্মদ আব্দুর রহিম ৫৭, কলা প্রতীকে লে. কর্নেল ডা. (অব) এ কে এম সাইফুর রশিদ ৫৪ এবং টেলিভিশন প্রতীকে এই আসনের বর্তমান সংসদ সদস্য এসএম আবুল কালাম আজাদ পেয়েছেন ৫০ ভোট।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.