দাদুর মতো চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় ফাহাদ
রাজশাহীর ডাঃ কাইছার রহমান চৌধুরী হাসপাতাল ও এফ কে সি সুইমিংপুলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ফয়সাল কবির চৌধুরীর প্রথম পুত্র ফাহাদ কাইছার চৌধুরী এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র ফাহাদ কাইছার চৌধুরী এই সাফল্যের জন্য তার মা সোহানা চৌধুরী, স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, শিক্ষবৃন্দ, গৃহশিক্ষক, কোচিং সেন্টারের পরিচালক খন্দকার আতাউল হক বিটুসহ অন্যান্য শিক্ষকদের কাছে কৃতজ্ঞ। তার লেখাপড়ায় অনুপ্রেরণা জানানোর জন্য দাদুমনি আলহাজ্ব হোসনে আরা চৌধুরী, নানুমনি, আব্বু, দুই মামাসহ স্বজনদের প্রতিও কৃতজ্ঞ।
রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের মেধাবী ফাহাদ নিয়মিত ৮ থেকে ১০ ঘন্টা লেখাপড়া করতো। তার স্বপ্ন ভবিষ্যতে সে তার দাদুর মতো চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়। তার দাদু রাজশাহী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, প্রখ্যাত সার্জন, মরহুম আলহাজ্ব অধ্যাপক ডাঃ কাইছার রহমান চৌধুরী।
ফাহাদের ছোট ভাই ফাহমিদ কাইছার চৌধুরী একই স্কুল থেকে এবছর প্রথম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ৬ষ্ঠ স্থান অধিকার করে। দুই ভাই সকলের নিকট দোয়া প্রার্থী।