দিরাই সমাজ কল্যাণ সংঘ মিলান এর নবগঠিত কমিটির বর্ষপূর্তি ও পরিচিতি সভা অনুষ্ঠিত
ফেরদৌসী আক্তার পলি, মিলানো, ইতালিঃ
শুক্রবার বিকাল ৫ টায় ইতালির মিলানো শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে দিরাই সমাজ কল্যাণ সংঘ মিলান এর নবগঠিত কমিটির বর্ষপূর্তি ও পরিচিতি সভা উপলক্ষে এক আলোচনা সভা ও প্রীতিভোজ এর আয়োজন করা হয়। পবিত্র কোরান তেলওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। সংগঠনের বিদায়ী সভাপতি শাহানুর রহমান মসুদ এর সভাপতিত্বে এবং সালাহ উদ্দিন রিপন ও জাবেদুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম গাফফার, নব গঠিত কমিটির সদস্য দের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে আগামীতে দিরাই সমাজ কল্যাণ সংঘ কে আরো দূর এগিয়ে নিয়ে যাবার দায়িত্ব অর্পণ করা হয়।
নতুন কমিটির সভাপতি মুহিতির রহমান বলেন আমরা দেশ এবং সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকারবদ্ধ, আমাদের সংগঠন অতীতেও মানুষের কল্যাণে কাজ করেছে আগামীতেও করবে, এবং খুব শুঘ্রই আমরা সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি করব এবং একটি অভিষেকের মাধ্যমে তা মিলানোতে বসবাসরত বাংলাদেশীদের সুখে দুখে তাদের পাশে থেকে কাজ করে যাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোয়েব আহমেদ, জামিল আহমেদ, রয়েল তালুকদার, ময়েজুর রহমান ময়েজ, নজরুল ইসলাম চৌধুরীসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।