দুই লাখ টাকায় বাঁচতে পারে রাবির সাবেক ছাত্র মনিরুজ্জামান

88

দুই লক্ষ টাকায় বেঁচে যেতে পারে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২৯তম ব্যাচের সাবেক ছাত্র মোঃ মনিরুজ্জামান (মনির) জীবন। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) ভর্তি আছেন। তার হার্টে দুইটি রিং বসাতে হবে বলে জানিয়েছেন ডাক্তার।

মনিরুজ্জামান দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামের মৃত দলিল উদ্দিন সরকারের সন্তান। তিনি ঝালকাঠির তারাবুনিয়া রামবাদক মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

এই বিষয় বুধবার দুপুরে ঢাকা পোস্টের কথা হয় মনিরুজ্জামানের সাথে। তিনি বলেন, ‘আমি ২ মাস থেকে অসুস্থ। হার্ট এ্যাটাক হয়েছে ও ব্লক। ডাক্তার বলেছেন হার্টে ২টা রিং সেট করতে হবে। খরচ হবে দুই লক্ষ টাকা। এমতাবস্থায় আমার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। আমি বাঁচতে চাই আমার ঘরে ২ টা বাচ্চা আমার স্তী ও আমার অসুস্হ মা ৭৮ বছর, বাবা নেই। আমার কিছু হয়ে গেলে তাদের দেখার কেউ থাকবে না। আপনাদের সকলের সহযোগিতা আমার জীবন বাঁচাতে পারে।’

তার বন্ধুরা জানান, ২৯তম ব্যাচের পক্ষ থেকে আমরা যার যার অবস্থান থেকে যথাসাধ্য চেষ্টা করছি। আমরা প্রতিনিয়ত ব্যক্তিগতভাবে কত মানুষকেই তো দান করে থাকি আবার অনেকেই বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। আমাদের সামান্য সহযোগিতায় বেঁচে যেতে পারে একটি প্রাণ । ২ সন্তান ফিরে পেতে পারে তাদের প্রিয় বাবাকে।’

সহযোগিতা বা যোগাযোগ করতে পারবেন এই নম্বরে নং: 01712021934 (বিকাশ/নগদ), 017120219344 (রকেট)।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.