দুর্নীতি রাতারাতি বন্ধ করা সম্ভব নয়:কাদের

733
অনলাাই ডেস্ক:পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি) এর দুর্নীতি ও অনিয়ম রাতারাতি বন্ধ করা সম্ভব নয়। তবে, পর্যায়ক্রমে বিআরটিসির এই দুর্নীতি ও অনিয়ম কমিয়ে আনা হবে। এজন্য সময় দিতে হবে। আমরা তো আর সুপারম্যান না।’ রোববার সকালে গাবতলীতে বিআরটিসির বাস ডিপো উদ্বোধন করেন মন্ত্রী।

(ফাইল ছবি)
(ফাইল ছবি)

পরে উদ্বোধনী বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এখন বিআরটিসির যে চেয়ারম্যান আছেন ফরিদ আহমেদ ভূঁইয়া, তিনি চেষ্টা করছেন দুর্নীতি কমানোর। তাছাড়া আমি যে মন্ত্রণালয় দেখি, সেটির নতুন সচিবও সৎ। দেখা যাক কি হয়।’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘বিআরটিসির বর্তমানে সচল থাকা অনেক বাস চলে স্টাফ বাস হিসেবে। এটাতে লাভ আছে, কিন্তু যাত্রীসেবায় নাই। এতে যাত্রীরা বঞ্চিত হয়।’এছাড়া স্থানীয় সংসদ আসলামুল হক অনুষ্ঠানে আসতে দেরি করায়ও ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘সবাই ভিআইপি। অনুষ্ঠানে আসতে দেরি করে। চিফ গেষ্ট এসে বসে থাকে। আর অন্যদের খবর থাকে না।’

 

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.