দেখে নিন টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সূচি
আগামী বছর অস্ট্রেলিয়ায় বসছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। নারী ও পুরুষ উভয় বিশ্বকাপই অনুষ্ঠিত হবে। উভয় টুর্নামেন্টের সূচিই প্রকাশ করেছে আইসিসি। সূচি অনুযায়ী নারীদের বিশ্বকাপ শুরু হবে ২১ ফেব্রুয়ারি থেকে। চলবে ৮ মার্চ পর্যন্ত। এদিকে পুরুষদের টুর্নামেন্টের মূল পর্ব শুরু হবে ২৪ অক্টোবর থেকে। ফাইনাল ১৫ নভেম্বর।
মূল পর্বের আগে অনুষ্ঠিত হবে প্রাথমিক পর্ব। ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে সেরা আটে না থাকায় বাংলাদেশকে খেলতে হবে প্রাথমিক পর্ব। সেই পর্ব পার হলেই তবে মিলবে চূড়ান্ত পর্বের টিকিট।
প্রাথমিক পর্বের খেলা শুরু হবে ১৮ অক্টোবর থেকে। এই পর্বে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। বাছাইপর্ব পার হয়ে আসা তিন দলের সঙ্গে খেলে সেরা দুইয়ে থাকা নিশ্চিত করতে হবে বাংলাদেশকে। প্রাথমিক পর্বে বাংলাদেশের সব ম্যাচই হবে তাসমানিয়ার বেলেরিভ ওভালে।
প্রাথমিক পর্বে বাংলাদেশের সূচি :
১৯ অক্টোবর—বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি৩
২১ অক্টোবর—বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি২
২৩ অক্টোবর—বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি৪