দেশে কোনো জামায়াত নেই: কাদের সিদ্দিকী

121

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলগতভাবে নির্বাচন করতে পারছে না বাংলাদেশ জামায়াত ইসলামী। নির্বাচন কমিশন থেকে আগেই জামায়াতের নিবন্ধন বাতিল করে চিঠি দেয়া হয়েছে।

কিন্তু আগামী নির্বাচনে অংশ নিতে যাওয়া ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জামায়াত। নিবন্ধন না থাকায় দলটির প্রার্থীরা দাঁড়ি পাল্লা প্রতীকও পাচ্ছেন না। ফলে বিকল্প উপায়ে নির্বাচনে নামছেন তারা।

জামায়াতের প্রার্থী জোটের প্রধান শরিক দল বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। ধানের শীষ প্রতিকে নির্বাচনে জন্য তাকে মনোনয়নও দেয়া হয়েছে।

এ বিষয় ঐক্যফ্রন্টের শরিক দল কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কাছে জানতে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, আসলে আমি জানি না, আপনি কোথা থেকে পেলেন জামায়াতকে। এখন দেশে কোন জামায়াত নেই। দেশের মানুষ যারা আছে, এদেশের নাগরিক, বয়স হলে তাদের যে কেউ নির্বাচন করতে পারে।

কাদের সিদ্দিকীর বলেন, তারপরও যদি বলেন, আমি আপনার সাথে একমত হবো যে, জামাত না থাকলেও জামাতীরা আছে। আমি যখন একটা ট্রেনে উঠবো, তখন সে ট্রেনে টিকেট করে যে কেউ উঠতে পারে। আমার কোন অধিকার নেই যে আমি সেই ট্রেনে তাঁকে নেবো কি নেবো না। রিজার্ভ ট্রেন হলে কিছুটা চেষ্টা করা যায়। কিন্তু যাত্রীবাহী ট্রেনে সেই চেষ্টা করার কোন সুযোগ নেই।

সূত্র: যুগান্তর

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.