দেড় কোটি টাকা সাশ্রয় করেন রাবি পরিবহণ দপ্তরের প্রশাসক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরকে হযবরল অবস্থা থেকে রক্ষা করেন বর্তমান পরিবহণ প্রশাসক সহযোগী অধ্যাপক ড. এফএম আলী হায়দার। তিনি এই দপ্তরের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধ করতে সক্রিয় ভূমিকা রেখেছেন।
জানা যায়, ইতোমধ্যে তিনি গত ২০১৭- ২০১৮ অর্থ বছওে পরিবহণ সেক্টর থেকে প্রায় দেড় কোটি টাকা সাশ্রয় করে বিশ্ববিদ্যালয়ের কোষাগারে ফেরত দিয়েছেন।
রাবি পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৯ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহণ দপ্তরের নতুন প্রশাসক হিসেবে যোগদান করেন। ড. এফএম আলী হায়দার উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক।
তিনি এই দপ্তরে যোগদানের পর থেকেই অনিয়ম দুর্নীতির কিরুদ্ধে জিরো টরারেন্স ঘোষণা করেন। আর এরপর থেকেই এক এক করে অনিয়ম দুর্নীতির খাতগুলো বের করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।
আরো জানা যায়, গত ২০১৭- ২০১৮ অর্থবছরে এই দপ্তরের পরিবহণ খাতে জ্বালানি অতিরিক্ত ব্যবহারসহ বিভিন্ন যন্ত্রাংশ কেনাকাটায় অনিয়ম দুর্নীতি রোধ করে অর্থ সাশ্রয় করে ১ কোটি ৩৭ লক্ষ টাকা।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের বর্তমান প্রশাসক সহযোগী অধ্যাপক ড.এফ.এম আলী হায়দার বলেন, এই দপ্তরে কোন নিয়ম শৃঙ্খলা ছিলনা। এখানে অনিয়ম দুর্নীতি করে এই দপ্তর হযবরল ছিল। কিন্তু আমি যোগদান করার পর অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আর সেকারণে গত অর্থ বছরে প্রায় দেড় কোটি টাকা সাশ্রয় করে বিশ্ববিদ্যালয় কোষাগারে জমা দিয়েছি।
তিনি আরো বলেন, বর্তমান রাজশাহী বিশ্ববিদ্যলয়ের ভিসি প্রফেসর ড. এম আব্দুস সোবহান স্যার আমাকে এই দপ্তরের প্রশাসক করেছেন। সেই দায়িত্ব সততার সাথে পালন করে চলেছি। আগামীতেও এর ব্যতয় হয়না। অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বর্তমান প্রশাসক।