ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন কে এই শেখ আবদুল্লাহ?

135

টেকনোক্রেট কোটায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ। শপথের জন্য যে ৪৬ জনকে ডাকা হয়েছে, তিনি তাদের একজন। সোমবার তাদের শপথ হবে বঙ্গভবনে।

1_5

এর মধ্যে ২৪জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩জনকে উপমন্ত্রী রাখা হয়েছে।

এরমধ্যে টেকনোক্রেট কোটায় দুইজন পূর্ণমন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী করা হয়েছে। পূর্ণমন্ত্রী দুজন হলেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগে মোস্তফা জব্বার। এদের দুজনই পুরনো।

এছাড়া ধর্মপ্রতিমন্ত্রী করা হয়েছে শেখ মোহাম্মদ আবদুল্লাহকে। তিনি মন্ত্রিপরিষদে নতুন মুখ।

সবার মুখে মুখে একই প্রশ্ন কে এই শেখ মোহাম্মদ আবদুল্লাহ? কেন দেয়া হয়েছে তাকে ধর্ম মন্ত্রণালয়?

জানা গেছে, শেখ মোহাম্মদ আবদুল্লাহ কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। তার বাড়ি গোপালগঞ্জে। তিনি শেখ হাসিনার গোপালগঞ্জের আসনে উন্নয়নসহ নানা কাজের তদারকি করেন।

নির্বাচনের আগে হেফাজতে ইসলাম ও ইসলামী সংগঠনগুলোর সঙ্গে আওয়ামী লীগের সখ্য বাড়ানোর বিষয়ে তিনি বেশ ভূমিকা পালন করেছেন। কওমি সনদের স্বীকৃতি নিয়ে তার কাজেরও প্রশংসা করেছে আলেম সমাজ।

এজন্য আলেম সমাজ, মসজিদ মাদরাসা ও ধর্ম নিয়ে কাজ করতে দলের ধর্ম সম্পাদকের পাশাপাশি এবার ধর্ম প্রতিমন্ত্রীও করা হয়েছে তাকে।

এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য ডাক পাওয়া শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন,  আমাকে দলের ধর্ম সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে, আমি সেটা সুন্দরভাবে পালনের চেষ্টা করেছি। আমার ওঠাবসা আলেম-ওলামাদের সঙ্গে। তাদের সুখে দুঃখে আমি পাশে থাকার চেষ্টা করি। তাদের যেকোনো মেসেজ নেত্রীর কাছে পৌঁছে দেই। এখন সরকারেও আমাকে এই দায়িত্ব দেয়ায় ধর্মানুরাগীদের সেবার নতুন সুযোগ তৈরি হলো।

তিনি আলেম ওলামাদের কল্যাণে নিজেকে উজাড় করে দেবেন বলেও জানান।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.