ধর্ষিতাকে সমবেদনা জানাতে সুবর্ণচর যাচ্ছেন ফখরুলরা
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে নির্বাচনের রাতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের গণধর্ষণের শিকার নারী ও তার পরিবারকে সমবেদনা জানাতে যাবে বিএনপির একটি প্রতিনিধিদল।
আগামীকাল শনিবার সকাল ৭টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা ঢাকা থেকে সুবর্ণচরের উদ্দেশে রওনা হবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, ধানের শীষে ভোট দেয়ায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের গণধর্ষণের শিকার ওই নারীর প্রতি সমবেদনা জানাতেই সিনিয়র নেতারা নোয়াখালীতে যাচ্ছেন।
গত ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে ধানের শীষে ভোট দেয়া নিয়ে নৌকার এজেন্টদের সঙ্গে ওই নারীর তর্ক হয়। সে সময়ে তারা তাকে দেখে নেয়ার হুমকি দেন।
পরে রাতে পেশায় অটোচালকের স্ত্রী ও চার সন্তানের জননীকে তাদের বাড়িতে এসে স্বামী-সন্তানকে বেঁধে রেখে গণধর্ষণ করা হয়।
বর্তমানে ওই নারী নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে মারধরে আহত স্বামীও চিকিৎসাধীন।
ডাক্তারি পরীক্ষায় ওই নারীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. খলিল উল্যাহ।
পরে এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে ৯ জনকে আসামি করে চরজব্বর থানায় মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত চার আসামিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন, মূলহোতা চরজুবলী ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা রুহুল আমিন (৪০), প্রধান আসামি মো. সোহেল (৪০),মো. বেচু (২৫), মো. স্বপন (৩৫), বাদশা আলম ওরফে কুড়াইল্যা বাসু (৪০) ও জসিম উদ্দীন (৩৫)।
মামলায় পলাতক অপর আসামিরা হলেন, হানিফ (৩০), চৌধুরী (২৫), মোশারফ (২৮), সালা উদ্দিন (৩৫), আবুল (৪০)।