ধানের শীষের মনোনয়ন পেলেন সাবেক অধিনায়ক আমিনুল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ধানের শীষের মনোনয়ন পেয়েছেন। তিনি ঢাকা-১৪ আসন থেকে নির্বাচনে লড়বেন। আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে আমিনুল হক বিএনপির মনোনয়নের চিঠিটি গ্রহণ করেন।
সাবেক এই ফুটবল অধিনায়ক বলেন, দল আমার ওপর আস্থা রেখেছে তাতে আমি কৃতজ্ঞ। বিশেষ করে কৃতজ্ঞ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি।
তিনি বলেন, গণতন্ত্রের মা আপোসহীন নেত্রী খালেদা জিয়াকে কারা অন্তরীণ করা হয়েছে। আমরা গণতান্ত্রিক আন্দোলন ও নেত্রীকে মুক্ত করার সংগ্রামের অংশ হিসেবে নির্বাচনে গেছি।
তফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোট হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৮ নভেম্বর, ২ ডিসেম্বর যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে ৯ ডিসেম্বর।