নতুন বছর নিউইয়র্কে ঘণ্টায় ন্যূনতম মজুরি ১৫ ডলার
নিউইয়র্কের লং আইল্যান্ড সিটি এবং উয়েস্টচেস্টার এলাকায় ২০২১ সালের মধ্যে ক্রমান্বয়ে ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৫ ডলার করার বাধ্যবাধকতা রয়েছে।
ন্যূনতম মজুরি বৃদ্ধির ফলে ম্যাকডোনাল্ড, ডানকিন, বার্গার কিং—এসব প্রতিষ্ঠানের কর্মীরা উৎফুল্ল। আল আমীন শাহ দীর্ঘ ১০ বছর নিউইয়র্কে থাকেন। বাংলাদেশি- আমেরিকান এই সিটিজেন বলেন বলেন, বর্ধিত মজুরিটা অনেক জরুরি হয়ে পড়েছিল। নিউইয়র্ক সিটির কুইন্সের উডসাইডে সপরিবারে থাকেন তিনি । তিন মেয়ে স্কুল ও কলেজে পড়ে। ছেলে ও তার মাসের পুরো উপার্জনই বাড়ি ভাড়ায় চলে যায়। ন্যূনতম মজুরি বৃদ্ধির ফলে অতিরিক্ত কর্মঘণ্টার (ওভারটাইম) জন্যও সুবিধা হবে।
অবশ্য ক্ষুদ্র ব্যবসার মালিকেরা বলছেন ভিন্ন কথা। তাদের যুক্তি, বর্ধিত মজুরি ভোক্তার ওপর চাপ বাড়াবে। জিনিসপত্রের মূল্য বাড়বে।
নিউইয়র্ক স্টেটের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, ‘অনেকেই মনে করছিল, নিউইয়র্কে ন্যূনতম মজুরি বৃদ্ধি সম্ভব নয়। আমরা এই অসম্ভবকে সম্ভব করেই আমেরিকার অন্যান্য অঙ্গরাজ্য থেকে এগিয়ে থাকলাম।’