নতুন মন্ত্রিপরিষদের শপথ সোমবার

149

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

sarkar-1

শেখ হাসিনা বৃহস্পতিবার বঙ্গবভনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আমন্ত্রণ জানান। প্রেসিডেন্টের প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন, ৭ জানুয়ারি বিকেলে সাড়ে ৩টায় নতুন মন্ত্রিপরিষদের শপথ হবে। মন্ত্রিপরিষদ সচিবও একই কথা বলেছেন।

শেখ হাসিনা সাক্ষাতের জন্য বিকাল ৪টা ২০ মিনিটে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে পৌঁছান।

এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর বৈঠক করেন তারা।

সাক্ষাতে শেখ হাসিনার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার এটাই প্রথম সাক্ষাৎ।

এবার নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২৫৭টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮ আসন।

অন্যদিকে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের জোটসঙ্গীরা সব মিলিয়ে মাত্র সাতটি আসন পেয়েছে।

বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।

সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপ্রধানের। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ তিনিই পড়াবেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.