নতুন সরকারের সঙ্গে কাজ করে যাবে ইইউ

225

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রেখে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে কাজ করা এবং সহযোগিতা প্রদানে আগ্রহ পুনর্ব্যক্ত করেছে।

eu_deshrupantor

বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনসজে তিরিংক বৃহস্পতিবার  রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

ইইউ রাষ্ট্রদূত বলেন, ইইউ বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রেখে সুশাসন, অর্থনৈতিক অংশীদারিত্ব রোহিঙ্গা সংকট, অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং উন্নয়ন সহযোগিতার মতো পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ ও সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।

ইইউ রাষ্ট্রদূত নতুন পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান।

ইইউ রাষ্ট্রদূত বৈঠকে এলডিসি পরবর্তীতে বাংলাদেশ-ইইউ সম্পর্কের আলোকে বর্তমান সম্পর্ক কীভাবে আরো জোরদার করা যায, সে সকল বিষয় নিয়েও আলোচনা করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ইইউকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী উল্লেখ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে পাবলিক প্রাইভেট অংশীদারিত্বসহ সরকার, ব্যবসা-বাণিজ্য, বেসরকারি সেক্টর, শিক্ষা ও সুশীল সমাজের প্রতিটি স্তরে অংশীদারিত্ব আরো জোরদারে অব্যাহত সহযোগিতা কামনা করেন।

ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশে জ্বালানি ট্রান্সমিশন, ওয়েস্টওয়াটার ম্যানেজমেন্ট এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সমাধানে বিভিন্ন প্রকল্পে ইতোমধ্যেই ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) অর্থায়নের কথা উল্লেখ করেন।

তিনি বাংলাদেশে ইইউ’র বিনিয়োগ বৃদ্ধির জন্য আরো অনুকূল বাণিজ্য পরিবেশ সৃষ্টির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকটে সহায়তা প্রদানের জন্য ইইউকে ধন্যবাদ জানিয়ে রোহিঙ্গা শরণার্থীরা যাতে নিরাপদে এবং মর্যাদার সাথে তাদের নিজ আবাসস্থল মিয়ানমারে ফিরে যেতে পারে, এজন্য তাদের আরো সহযোগিতা কামনা করেন। খবর বাসস

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.