নবগঠিত ” নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ” মিলান এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

240

ফেরদৌসী আক্তার পলি ,মিলান ইতালিঃ সিলেট এম সি কলেজ ছাত্রী খাদিজা বেগম এর উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নবগঠিত ” নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ” মিলান এর আয়োজনে অনুষ্ঠিত হলো এক প্রতিবাদ সভা।

14686670_690959231059690_479547902_n

১০ অক্টবর সোমবার বিকাল ৫ টায় ইতালির মিলানো শহরের স্থানীয় একটি হলে নবগঠিত “ নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন “ এর উদ্দ্যেগে উক্ত প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মামুন আহমেদ এর সভাপতিত্বে এবং সহ সভাপতি আহসান হাবিব এর পরিচালনায় প্রতিবাদ সভায় এ সময় প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন রাজীব চৌধুরী ,আলমগীর হোসেন ,খোকন মনি দেব ,বাবুল মিয়া ,হাবিব মিয়া ,আলামিন মিয়া সহ আরো অনেকে ,বক্তারা সাম্প্রতিক কালে ঘটে যাওয়া সিলেট এম সি কলেজের ছাত্রী খাদিজা বেগম এর উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন সন্ত্রাসী যেই দলের ই হোক না কেন সে সন্ত্রাসী ,সে পুরো সমাজ ,দেশ ও জাতির শত্রূ।

14696840_690959234393023_632169034_n

বাংলাদেশ সরকারের কাছে প্রতিবাদ সভা থেকে আকুল আবেদন জানিয়ে , এই রকম ঘৃণ্যতম কর্মকান্ডের কঠোর শাস্তি দাবি করেন বক্তারা এবং পাশাপাশি তনু হত্যার আসামিকেও ফাঁসির দাবি করেন বক্তারা এই সময় প্রতিবাদ জানিয়ে বক্তারা আরো বলেন একের পরে এক ঘটনা বিশ্ব বাসীকে হতবাক করে দিয়েছে তাই সরকারকে আইনের প্রয়োগ আরো দ্রুত গতিতে প্রয়োগ   এর মাধ্যমে আমাদের সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করার ও জোর দাবি করেন বক্তারা।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.