নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের যত আয়োজন

271

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান নিখুঁত করতে নানা ব্যবস্থা নিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

Parliament20180107173418

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদ সচিবালয়ের আয়োজনে এই শপথ অনুষ্ঠান হবে। এ উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

নতুনদের শপথ ও বরণ করতে ৩০টি পদক্ষেপ নেয়া হয়েছে। অনুষ্ঠানে কারা কী কী কাজ করবেন তাও নির্ধারণ করা হয়েছে।

সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহেমদ খান শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। সচিবালয়ের অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে বিভিন্ন দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বুধবার গণমাধ্যমকে বলেন, নতুন এমপিদের বরণ করার জন্য সংসদ প্রস্তুত। এজন্য ৩০ ধরনের কাজ করছে সংসদ। কয়েক দিন আগে থেকেই কমিটির মাধ্যমে তাদের বরণের প্রস্তুতি চলছে।

শপথের জন্য নির্ধারিত কক্ষটি ফুল ও নানা রঙের বাতি দিয়ে সাজানো হয়েছে। সংসদের অতিরিক্ত সচিব সমন্বয় করছেন। সংসদীয় দলের দলীয় প্রধানদের ড্রাইভওয়ের লিফট গেটে অভ্যর্থনা জানাবেন একদল ব্যক্তি।

শুরুতেই কোরআন তেলাওয়াতের মধ্যমে অনুষ্ঠান শুরু হবে। শপথ নেয়ার পর তাদের ফুল উপহার দেয়া হবে। এজন্য সংসদ সচিবের কার্যালয়ের সামনের কনফারেন্স রুমে সংসদ সদস্যদের বসার ব্যবস্থা করা হয়েছে। সেখানেই তাদের চা পরিবেশন করা হবে। সংসদের অতিরিক্ত সচিব এটিও সমন্বয় করবেন।

শপথ গ্রহণের পর সংসদীয় দলের দলীয় প্রধানদের সিনিয়র সচিবের কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে রাখা বইয়ে সংসদ সদস্যদের স্বাক্ষর নেয়া হবে।

এরপর সিনিয়র সচিবের কক্ষে সংসদ সদস্যদের ভ্রমণের রুট ফরম পূরণ ও ভাতাদি গ্রহণের নমুনা গ্রহণ করা হবে।

এছাড়াও এমপিদের আইডি কার্ড দেয়ার জন্য ছবি তোলা হবে। সংসদ সদস্যদের ডিপ্লোমেটিক পাসপোর্টের প্রয়োজনীয় কাগজপত্র পূরনের জন্য দেয়া হবে। সংসদ সদস্যদের মাঝে সংবিধানের কপি বিতরণ করা হবে।

যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের জন্য সংসদে ক্যাফেটারিয়ায় আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে।

সংসদ ভবনের সার্জেন্ট অ্যাট আর্মস অধিশাখার এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে এবং পরে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। প্রথমে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, পরে জাতীয় পার্টি ও অন্যান্য সংসদ সদস্যদের শপথ গ্রহণ হবে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.