নবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের
নবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে যুগান্তরের বিশেষ প্রতিনিধি মুজিব মাসুদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলা গ্রহন করেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল আহমেদ।
এ সময় তিনি জানান, বাদীকে মামলার অগ্রগতি সম্পর্কে সময় সময় জানানো হবে। এর আগে তিনি ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।