নাঙ্গলকোটে বিএনপির ১৫ নেতাকর্মীর বাড়িতে আগুন দিয়েছে আ’লীগ

392

কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোট উপজেলায় বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীর অন্তত ১০-১২টি বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের বিরুদ্ধে। গত রোববার সন্ধ্যায় উপজেলার বেতাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

151224_nn

বিএনপির নেতাকর্মীদের দাবি আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী আ হ ম মোস্তফা কামালের (লোটাস কামাল) নেতাকর্মীরা পুলিশের সহযোগিতায় এসব বাড়ি ঘরে আগুন দেয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারও আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বিএনপি প্রার্থী আলহাজ্জ্ব মনিরুল হক চৌধুরীর মেয়ে ড. চৌধুরী সায়মা ফেরদৌস ঘটনার ব্যাপারে জানান, ছাত্রলীগ ও যুবলীগ তাদের নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিয়েছে। তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ব্যাপারে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের সঙ্গে কথা বলতে গেলে তিনি বিএনপির নেতাকর্মীদের অভিযোগ অস্বীকার করেন। ওসি বলেন, ‘ছাত্রলীগ ও যুবলীগ নয় এ ঘটনা ঘটিয়েছে বিএনপি জামায়তের লোকজন।  তারা একটি খড়ের স্তুপে আগুন লাগিয়ে দিয়েছে।’

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.