নামিবিয়াকে পরাজিত করে যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

1,278

নিউজবিডিইউএস ডেস্কঃ

গত শনিবার, ৬ ই ফেব্রুয়ারী ২০১৬ , ফতুল্লার খান সাহেব ওসমানী আলী স্টেডিয়ামে নামিবিয়াকে ১৯৭ রানের বিশাল ব্যাবধানে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে ভারত।

Cricket

টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ভারত। ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রানের এক বিশাল চ্যালেন্জ ছুড়ে দেয় ভারত নামিবিয়াকে। ৯৬ বলে ১৪টি চার ও ২টি ছক্কায় মোট ১১১ রানের এক অনবদ্য ইনিংস খেলেন ভারতের রিশাভ পেন্ট।

অন্যদিকে ৩৯ ওভারে ১৫২ রান করেই গুটিয়ে যান নামিবিয়ানরা। গ্রুপ বাছাইয়ে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিন আফ্রিকা এবং স্কটল্যান্ডকে পরাজিত করলেও শনিবার ভারতের কাছে চরমভাবে পরাজিত হতে হয় নামিবিয়াকে।

মঙ্গলবার প্রথম সেমিফাইনালে খেলেবে ভারত।

স্কোর ॥ ভারত-নামিবিয়া অনুর্ধ-১৯ ক্রিকেট

ভারত ইনিংস ৩৪৯/৬ ৫০ ওভার (পেন্ট ১১১, সরফরাজ ৭৬, জাফর ৬৪, মাহীপাল ৪১*, আনমলপ্রিত ৪১; কোয়েটজি ৩/৭৮)।

নামিবিয়া ইনিংস ১৫২/১০ ৩৯ ওভার (ডেভিন ৩৩, গ্রিন ২৭, লিনডে ২৫, লোফটি ২২; ডাগার ৩/২৫, আনমলপ্রিত ৩/২৭, সুন্দার ২/২৭)।

ফল ॥ ভারত অনুর্ধ-১৯ দল ১৯৭ রানে জয়ী।

ম্যাচ সেরা ॥ রিশাভ পেন্ট (ভারত)।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.