‘নিঃসন্দেহে খালেদা নির্বাচন করতে পারবেন’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নিঃসন্দেহে তার দলের চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে পারবেন। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি একথা জানান।
দণ্ডিত খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের নেতারা কী চান বা কি বলেন, তা নিয়ে আমাদের কিছু যায়-আসে না। আমরা এখন পর্যন্ত বিশ্বাস করি, তিনি (খালেদা জিয়া) নির্বাচনের যোগ্য এবং নিঃসন্দেহে নির্বাচন করতে পারবেন।’
তিনি অভিযোগ করেন, ‘নির্বাচনে এখনও যে প্রতিকূলতা রয়েছে, এটি লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য যথেষ্ট নয়। আমাদের যেসব দাবি, সরকার তার কোনোটিই গ্রহণ করেনি। এমনকি যে কথা দিয়েছেন প্রধানমন্ত্রী তাও তিনি রাখেননি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা প্রায় দেখছি, আমাদের প্রার্থীদের গ্রেফতার করা হচ্ছে, জেলে নেয়া হচ্ছে। বিশেষ করে যারা সম্ভাব্য প্রার্থী তাদের মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা এসব বিষয় নির্বাচন কমিশনকে বলেছি। সরকারকেও জানিয়েছি। কিন্তু, এসব বিষয়ে এখনও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।’
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন ব্যবস্থা নিয়ে যা চলছে, তাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আমি মনে করি না। আমরা আবারও আহ্বান জানাচ্ছি, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য গ্রেফতার বন্ধ করতে হবে। বিশেষ করে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।’
প্রার্থিতা নিয়ে কোন্দল আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের প্রার্থিতা নিয়ে কোনো কোন্দল নেই। যাকে দল সমর্থন দেবে, তার পক্ষে সবাই কাজ করবে। কারণ, এটা আমাদের চূড়ান্ত আন্দোলনের অংশ। আমাদের একক প্রার্থী এবার ভোটে অংশ নেবে। এই নির্বাচনের ওপর নির্ভর করছে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যত।’