নিউইয়র্কে এক মঞ্চে গান গাইলেন রুনা-সাবিনা

248
নিউজবিডিইউএস:যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসীদের ব্যস্তময় জীবনে একটু প্রশান্তি দিতে বরাবরের মতো এবারও নিউইয়র্কের শো’টাইম মিউজিক এন্ড প্লে আয়োজন করে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন লাইভ কনসার্ট।0BF17757-11E2-4CB6-BD87-BB4DF9AAA46D
প্রিয় দুই গুণী শিল্পীদের একই মঞ্চে গান শুনতে প্রবাসীদের উচ্ছাসের শেষ ছিল না।স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকা ইয়র্ক কলেজের অডিটরিয়ামে প্রায় তিন ঘণ্টাব্যাপী মঞ্চে একের পর এক শ্রুতিমধুর গান গাইলেন বাংলাদেশের দুই জীবন্ত কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন।07FED6BB-84B2-4E1F-9033-DDE93C13357A-480x250
নিউইয়র্কের শো’টাইম মিউজিক এন্ড প্লে আয়োজিত এই লাইভ কনসার্টে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনকে প্রবাসীদের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। এর আগে, ২০১৬ সালের মে মাসে একইস্থানে এই দুই কিংবদন্তি শিল্পীকে এক মঞ্চে হাজির করেছিল শো’টাইম মিউজিক এন্ড প্লে’।
FB_IMG_1508183584066এদিন, প্রথমে মঞ্চে আসেন সাবিনা ইয়াসমিন। রাত ৮টা থেকে প্রায় দেড় ঘণ্টা তিনি তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। এরপর মঞ্চে আসেন রুনা লায়লা। বাংলা গানের পাশাপাশি তিনি নিজের জনপ্রিয় কয়েকটি উর্দু গান পরিবেশন করেন। FB_IMG_1508181632665তবে গত বছর এক মঞ্চে দাঁড়িয়ে দু’জন একসঙ্গে গান পরিবেশন করলেও এবার কোনো গান করেননি তারা।
অনুষ্ঠানের আয়োজক শো’টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান বলেন, যতবার তিনি সুযোগ পাবেন কিংবদন্তী এই দুই গুণী শিল্পীকে নিয়ে তিনি অনুষ্ঠান করে যাবেন।

 

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.