নিউইয়র্কে ৪তলা ভবনে আগুন: নিহত ২, আহত ১০
নিউইয়র্ক প্রতিনিধি:নিউইয়র্ক ব্রুকলীনের ইস্ট নিউইয়র্কের বেলমন্ট এভিনিউতে অগ্নি কাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ দুইজন গুরুতর অবস্থায় ব্রুকডীল হাসপাতালে ভর্তি রয়েছেন।মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে আগুনের সুত্রপাত হয়। রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিসের ১৫টি ট্রাক ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
ওজনপার্ক সংলগ্ন ব্রুকলীনের ৭০ বেলমন্ট এভিনিউ’র ৪তলা বিশিষ্ট ভবনে ৩২ টি পরিবার বসবাস করে থাকে। তার মধ্যে ২০ টি বাংলাদেশী পরিবার বসবাস করে। বাংলাদেশীদের মধ্যে কয়েকজন আহত হলেও সবাই নিরাপদে রয়েছেন। ৪৫ জনকে শেল্টারে রাখা হয়েছে। এছাড়াও বাংলাদেশীরা আন্তীয় স্বজনের বাসায় অবস্থান নিয়েছেন।
ভবনে বসবাসকারী কামাল উদ্দিন জানান, রাতে ঘুমের মধ্যে ছিলাম, হঠাৎ ধোঁয়ার গন্ধে আমাদের ঘুম ভাঙ্গে। কিছুক্ষনের মধ্যে দেখি ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে। আমরা ঘুমানোর কাপড় নিয়ে জরুরী সিড়ি বেয়ে কোন রকম ছেলে-মেয়ে নিয়ে নিচে নেমে আসি।