নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ার, সম্পাদক মোমিন

150

নিউজবিডিইউএস:
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মনোয়ারুল ইসলাম মনোয়ার সভাপতি ও মোমিনুল ইসলাম মজুমদার মোমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া নিউজবিডিইউএস ডটকমের সম্পাদক এসএম জাহিদুর রহমান দ্বিতীয় দফায় কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে সাধারণ সভা শেষে গোপন ভোটে আগামী ২০২৪-২০২৫ সালের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্লাবের ৭৬ জন ভোটারের মধ্যে ৭০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু তাহের। তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান ছিলেন ক্লাবের অন্যতম উপদেষ্টা আনোয়ার হোসেইন মঞ্জু। কমিশনের সদস্যদ্বয় ছিলেন সাবেক সহ সভাপতি হাবিব রহমান ও ক্লাব সদস্য এবিএম সালেহ উদ্দিন।

প্রথম পর্বের সাধারণ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আবিদুর রহমান। এরপর স্বাগত বক্তব্য রাখেন সভায় সভাপতি আবু তাহের।

এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান, উপদেষ্টা মনজুর আহমদ ও আনোয়ার সোসেইন মঞ্জু, সাবেক সভাপতি ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, ডা. ওয়াজেদ এ খান ও মাহফুজুর রহমান।

এই পর্বে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন মনোয়ারুল ইসলাম মনোয়ার এবং কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করেন রশীদ আহমদ।

রিপোর্ট দুটি ছাড়াও গঠনতন্ত্র ও  সাংগঠনিক বিষেয়ে উপস্থিত সদস্যদের মধ্যে কয়েকজন বক্তব্য রাখেন এবং কার্যকরী পরিষদের পরিধি বৃদ্ধি সহ কয়েকটি প্রস্তাব উত্থাপন করেন। এই পর্ব সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম মনোয়ার।
বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েস ও সাংবাদিক ইমরান আনসারিসহ প্রমুখ।

সাধারণ সভা শেষে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত নির্বাচনে আগামী ২০২৪-২০২৫ সালের কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠিত হয়।

নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের এবারের ৯টি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। দু’টি পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুই প্রার্থী। সভাপতি পদে মনোয়ারুল ইসলাম ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থী এবিএম সালাউদ্দিন আহমেদ পেয়েছেন ৩০ ভোট, সহ-সভাপতি পদে শেখ সিরাজুল ইসলাম পেয়েছেন ৫২ ভোট, প্রতিদ্বন্দ্বি প্রার্থী রিমন ইসলাম পেয়েছেন ১৭ ভোট, সাধারন সম্পাদক পদে মমিনুল ইসলাম মজুমদার পেয়েছেন ৪৩ ভোট, প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফরিদ আলম পেয়েছেন ২৭ ভোট, যুগ্ম-সাধারন সম্পাদক পদে আলমগীর হোসেন সরকার পেয়েছেন ৩৮ ভোট, প্রতিদ্বন্দ্বি প্রার্থী শেখ খোরশান পেয়েছেন ১৫ ভোট, অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী এসএম সোলায়মান পেয়েছেন ১৩ ভোট, কোষাধ্যক্ষ পদে রশিদ আহমেদ ও দপ্তর সম্পাদক পদে মাহাথির খান ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ ইলিয়াস খসরু পেয়েছেন ৫৪ ভোট, প্রতিদ্বন্দ্বি প্রার্থী আমীর পারভেজ পেয়েছেন ১৭ ভোট। নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন রওশন হক (৫৭ ভোট), এসএম জাহিদুর রহমান (৫৫ ভোট), আবিদুর রহিম (৫৪ ভোট) ও মুস্তাফিজুর রহমান (৪২ ভোট)।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.